দৈনন্দিন কর্মকান্ডে সহযোগিতা অধ্যায়ের অনুশীলনী

আমাদের আজকের আলোচনার বিষয় দৈনন্দিন কর্মকান্ডে সহযোগিতা অধ্যায়ের অনুশীলনী – যা দৈনন্দিন কর্মকান্ডে সহযোগিতা এর অন্তর্ভুক্ত।

দৈনন্দিন কর্মকান্ডে সহযোগিতা অধ্যায়ের অনুশীলনী

 

 

দৈনন্দিন কর্মকান্ডে সহযোগিতা অধ্যায়ের অনুশীলনী

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। এডিএল কি?

২। মুখ-গহবরের যত্ন নিলে মুখ ও দাঁতের দু’টি সমস্যা উল্লেখ কর।

৩। একটি স্বাস্থ্যকর মুখের জন্য কি কি অভ্যাস থাকা জরুরি?

৪। ডেন্টাল ফ্লসের ব্যবহার কি?

৫। ইনকন্টিনেন্স বলতে কি বোঝায়?

৬। প্রাপ্ত বয়স্কদের ডায়াপারের প্রকারভেদ উল্লেখ কর।

৭। বাচ্চাদের ডায়াপারের প্রকারভেদ তিনটি কি কি?

৮। বয়ষ্করোগীদের পোশাক পড়ানোর কৌশল লিখ।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১। মুখগহ্বরের স্বাস্থ্য সুরক্ষায় কেয়ারগিভারের কয়েকটি নিয়মিত কাজ উল্লেখ কর?

২। মুখগহ্বরের যত্নের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কি কি?

৩। রোগীকে ওরাল হাইজিন বজায় রাখতে সহযোগীতা করার সময় কি উপকরন ও সামগ্রীর
প্রয়োজন হয়?

৪। রোগীর টয়লেটিং এর জন্য সহযোগীতার প্রয়োজন হয় কেন?

৫। সাহায্যকারী টয়লেটের প্রকারভেদ গুলো কি ?

৬। টয়লেট ব্যবহারকে কিভাবে সহজ করা যায়?

৭। একজন ব্যক্তিকে বেডপ্যান ব্যবহার করতে সাহায্য করার জন্য প্রস্তুতি সম্পর্কে লিখ।

৮। বাচ্চাদের ডায়াপার পড়ানোর সময় করণীয় বিষয়গুলো উল্লেখ কর।

৯। পোশাক পরিধান করিয়ে দিতে করণীয় বিষয়গুলো কি কি?

 

দৈনন্দিন কর্মকান্ডে সহযোগিতা অধ্যায়ের অনুশীলনী

 

রচনামূলক প্রশ্ন

১। একজন কেয়ারগিভারের জন্য এডিএল-এর ক্ষেত্রগুলো উল্লেখ কর।

২। কেয়ারগিভারের জন্য এ ডি এল কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।

৩। ওরাল হাইজিং সম্পর্কে ব্যাখ্যা কর?

৪। মুখগহ্বরের স্বাস্থ্যের দুর্বলতা বোঝার উপায় ও করণীয় কি?

৫। সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ ও জিহ্বা পরিষ্কার করার ধাপগুলো ক্রমানুসারে উল্লেখ করা

৬। রোগীর ওরাল হাইজিন বজায় রাখতে প্রয়োজনীয় কাজের ধারাগুলো বর্ণনা কর।

৭। টয়লেট বা কমোড ব্যবহার করার প্রক্রিয়া ব্যাখ্যা কর।

৮। শিশুদের ডায়াপার পড়ানোর সময় অবশ্যই করণীয় ধাপগুলো বর্ণনা কর।

৯। প্রাপ্ত বয়ষ্কদের ডায়াপার খোলা ও পড়ানোর সতর্কতা বর্ণনা কর।

আরও দেখুন:

Leave a Comment