আজকের আলোচনার বিষয়ঃ কমিউনিকেশন এন্ড কাউন্সেলিং অনুশীলনী । যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর কমিউনিকেশন এন্ড কাউন্সেলিং অংশের অন্তর্গত।

কমিউনিকেশন এন্ড কাউন্সেলিং অনুশীলনী
মানুষ পৃথিবীতে আবির্ভাবের পর থেকে একে অপরের সাথে যোগাযোগ শুরু করেছে নিজেদের প্রয়োজনে। মানুষ একে অপরের সাথে শব্দ বা বাক্যের বিষিয়ে ইশারায়, আকারে ইঙ্গিতে বা সাংকেতিক ভাষায় যোগাযোগ রক্ষা করে। বর্ণমালা আবিষ্কারের পর মানুষ লিখিত যোগাযোগের প্রচলন ঘটায়। পরবর্তীতে যোগাযোগ প্রযুক্তির আবির্ভাবের ফলে যোগাযোগ মাধ্যমের বিপ্লব ঘটে।

বর্তমানে, রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ মাধ্যমকে করেছে অধিক গতিশীল। পেশেন্ট কেয়ার টেকনিশিয়ান কার্যকর যোগাযোগ দক্ষতা অনুশীলনের মাধ্যমেই রোগীকে নিরাপদ সেবা দিতে পারে। এর সাথে আছে রোগী ও তার পরিবারের সদস্যদের অনুপ্রেরণা দেওয়া ও কাউন্সেলিং করা।
কাউন্সেলিং-এর মূল লক্ষ্য হলো ব্যক্তিকে তার অন্তর্নিহিত সমস্যাগুলো চিহ্নিত করতে এবং সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায়টি খুঁজে বের করতে সাহায্য করা। কাউন্সিলিং হচ্ছে এমন একটি ধারণা যেখানে একটি পদ্ধতিগত ও পেশাগত পরিবেশে ব্যক্তিকে তার সমস্যা ও মানসিক অবস্থা নিয়ে একটি নিরাপদ ও গোপনীয় পরিবেশে কথা বলার সুযোগ করে দেওয়া হয়।

অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. হ্যাল্থ কেয়ার টীমের ৫ জন সদস্যের নাম লিখুন ।
২. ক্লায়েন্ট কাউন্সেলিং বলতে কি বুঝায়?
৩. ব্যক্তিকেন্দ্রিক কাউন্সেলিং-এর শর্তগুলো লিখুন?
৪. ফ্যামিলি কাউন্সেলিং কত প্রকার ও কি কি?
৫. ক্লায়েন্ট কাউন্সেলিং কি?

সংক্ষিপ্ত প্রশ্ন
১. যোগাযোগ বলতে কি বুঝায়? যোগাযোগ কত প্রকার ও কি কি?
২. বয়স্ক ব্যক্তির সাথে কিভাবে ভালোভাবে যোগাযোগ করা যায়? সংক্ষেপে লিখ
৩. কঠিন বা স্পর্শকাতর বিষয়ে কথা বলার উপায় কি? সংক্ষেপে লিখ ।
৪. একজন ভালো কাউন্সিলরের গুনাবলী কি?

রচনামূলক প্রশ্ন
১. যোগাযোগের মাধ্যম বলতে কি বুঝায়? উদাহরণসহ বর্ণনা কর ।
২. কার্যকর যোগাযোগ বলতে কি বুঝায়? কার্যকর যোগাযোগের উপায় কি?
৩. কাউন্সেলিং কি? এর মূলনীতি ব্যখ্যা কর।
আরও দেখুনঃ