কার্যকর যোগাযোগ বলতে কি বুঝায়?

আজকে আমরা আলোচনা করবো কার্যকর যোগাযোগ বলতে কি বুঝায় । যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর কমিউনিকেশন এন্ড কাউন্সেলিং অংশের অন্তর্গত।

 

কার্যকর যোগাযোগ বলতে কি বুঝায়?

 

কার্যকর যোগাযোগ বলতে কি বুঝায়?

মানুষ পৃথিবীতে আর্বিভাবের পর থেকে একে অপরের সাথে যোগাযোগ শুরু করেছে নিজেদের প্রয়োজনে। মানুষ একে অপরের সাথে শব্দ বা বাক্যের বিষিয়ে ইশারায়, আকারে ইঙ্গিতে বা সাংকেতিক ভাষায় যোগাযোগ রক্ষা করে। বর্ণমালা আবিষ্কারের পর মানুষ লিখিত যোগাযোগের প্রচলন ঘটায়। পরবর্তীতে যোগাযোগ প্রযুক্তির আবির্ভাবের ফলে যোগাযোগ মাধ্যমের বিপ্লব ঘটে। বর্তমানে, রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ মাধ্যমকে করেছে অধিক গতিশীল।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

কার্যকর যোগাযোগ

কার্যকর যোগাযোগ হল যোগাযোগের এমন এক অন্তর্নিহিত বিষয় যার মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়ার সম্ভাব্য
সর্বোত্তম সফলতাকে বুঝানো হয়। সহজ কথায় বলতে গেলে, যখন একজন প্রেরকের বক্তব্য একজন প্রাপক
সবচেয়ে ভালোভাবে বুঝতে পারেন, তখন সংঘটিত হয় কা-র্যকর যোগাযোগ। মূলত যোগাযোগ বলতে
কা-র্যকর যোগাযোগকেই বুঝানো হয়।

 

কার্যকর যোগাযোগ বলতে কি বুঝায়?

 

কার্যকর যোগাযোগ দক্ষতার গুরুত্ব বা প্রয়োজনীয়তা

কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম হওয়া সম্ভবত সময় জীবন দক্ষতা বা লাইফ স্কীল (Life Skill)-এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটিই আমাদের অন্যান্য ব্যক্তির কাছে তথ্য প্রেরণে এবং আমাদেরকে কী বলা হয়েছে তা বুঝতে সক্ষম করে। তোমার যোগাযোগের দক্ষতা বিকাশ করা তোমার পেশাগত জীবন থেকে শুরু করে সামাজিক সমাবেশ এবং এর মধ্যের সবকিছুতে তোমার জীবনের সমস্ত দিককে সহায়তা করতে পারে।

ভালো যোগাযোগ দক্ষতা ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি সাধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেশাগতভাবে, তুমি যদি চাকরীর জন্য আবেদন কর বা নিয়োগকর্তার সাথে পদোন্নতির বিষয়ে বলতে চাও এক্ষেত্রে অবশ্যই ভালো যোগাযোগ দক্ষতা প্রদর্শন করতে হবে। তোমার ব্যক্তিগত জীবনে ভালো যোগাযোগের দক্ষতা তোমাকে অন্যে বোঝার জন্য এবং জানার জন্য সহায়তা করে তোমার ব্যক্তিগত সম্পর্কের উন্নতি করতে পারে।

আরও দেখুনঃ

Leave a Comment