বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং অনুশীলনী

আজকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং অনুশীলনী আলোচনা করবো। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং অংশের অন্তর্গত।

 

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং অনুশীলনী

 

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং অনুশীলনী

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আলাদা করে তাদের চাহিদা অনুযায়ী সেবার জন্য পরিবেশ দরকার হয়। এক্ষেত্রে চাহিদার পরিধি অনেক ব্যাপক হতে পারে বিধায় আমরা এই অধ্যারে তুমনামুলক ভাবে বহুল ব্যবহৃত যন্ত্রপাতির ব্যবহার শিখবো। এর মধ্যে মুত্রনালির ক্যাথেটার, কোলোস্টোমি ব্যাগ, নাকের নল বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এ অধ্যায় আমরা উল্লেখিত এই সরঞ্জামাদির কাজ, গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে জানা।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে সেইসব শিশুদের বুঝায় যারা সমবয়সীদের তুলনায় বুদ্ধি সংবেদন, শারীরিক বৈশিষ্ট্য, ভাৰ বিনিময় ক্ষমতা ও সামাজিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাত্রায় অপরিপক্ক বা মাত্রাতিরিক্ত সংবেদনশীল। অর্থাৎ যারা সাধারণের বাইরে তারাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু একটি ব্যাপক অর্থ নির্দেশক শব্দ। ‘ক্লিনিক্যাল ডায়াগনস্টিক স্পেশাল নিড’ শব্দটি এমন একজন ব্যক্তির অক্ষমতাকে বর্ণনা করে যার ক্রিয়ামূলক বিকাশে সহায়তা ও সাহায্য বিশেষভাবে প্রয়োজন। সেটা হতে পারে চিকিৎসা, মানসিক বা মনস্তাত্ত্বিক। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর গড় মান সাধারণ মানুষের থেকে বেশি, আবার কমও হতে পারে।

 

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং অনুশীলনী

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ

১. কেয়ার গিভারের ক্যাথেটার দায়িত্বগুলো কি কি?

২. কোলোষ্টোমি ব্যাগ লাগানোর নিয়মগুলো কি?

৩. এনজি নলের ব্যবহার উল্লেখ কর।

৪. এনজি নলের জটিলতা উল্লেখ কর।

 

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১. বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বলতে কি বুঝায়?

২. বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা?

৩. বিশেষ চাহিদার সেবা দানের ক্ষেত্রে মূলনীতি কি?

৪. কিভাবে কোলোষ্টোমি ব্যাগ পরিষ্কার করা হয়?

৫. মূত্রনালীর ক্যাথেটার কি? এর ব্যবহার উল্লেখ কর।

৬. কেয়ার গিভারের এনজি নলের দায়িত্ব উল্লেখ কর।

আরও দেখুনঃ

Leave a Comment