বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং জব

আজকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং জব আলোচনা করবো। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং অংশের অন্তর্গত।

 

বিশেষ চাহিদা সেবা

 

Table of Contents

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং জব

জব ১|

মুত্রনালীর ক্যাথেটার চিহ্নিত করে এর পরিচর্যা করার দক্ষতা অর্জন করতে পারবে।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

পারদর্শিতার মানদন্ড

  • কর্মক্ষেত্রের নিয়ম অনুসারে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম নিশ্চিত করে কাজ শুরু করা।
  • কর্মক্ষেত্র প্রস্তুত করা ।
  • কাজের জন্য প্রয়োজনীয় টুলস্, ইকুইপমেন্টও ম্যাটেরিয়াল সংগ্রহ এবং নির্বাচন করা।
  • মুত্রনালীর ক্যাথেটার চিহ্নিত করা।
  • মুত্রনালীর ক্যাথেটারের যত্ন নেয়া।
  • কর্মক্ষেত্রের নিয়ম অনুসারে সরঞ্জাম এবং উপকরণগুলি সুশৃঙ্খলভাবে রক্ষণাবেক্ষণ করা।
  • কর্মক্ষেত্র পরিষ্কার করা ।

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE):

প্রয়োজন অনুযায়ী

প্রয়োজনীয় যন্ত্রপাতি (Tools & Equipment)

ক্রমিক

নাম

স্পেসিফিকেশন

সংখ্যা

১)

ছবিযুক্ত বই পেশেন্ট কেয়ার টেকনিক

১টি

২)

বল পয়েন্ট কলম কালো কালির

১টি

৩)

ক্যাথেটার নমুনা মতাবেক

১টি

৪)

ইউরোব্যাগ নমুনা মতাবেক

১টি

ক্যাথেটার চিহ্নিত ও পরিচর্যা করার কৌশলসমূহঃ

১. ছবিতে চিহ্নিত ক্যাথেটার সনাক্ত করা

২. সনাক্তকৃত ক্যাথেটারের নাম পাশে লিখা

৩. ক্যাথেটারের পরিচর্যা উল্লেখ করা

কাজের ধারা

  • প্রয়োজনীয় পিপিই পরিধান কর;
  • হুকে উল্লেখিত তালিকা ও প্রয়োজন অনিযায়ী মালামাল এবং যন্ত্রপাতি সংগ্রহ কর;
  • নমুনা অনুযায়ী সনাক্ত করার ক্যাথেটার বুঝে নাও;
  • সেবাগ্রহিতা হলে নিজ পরিচয় দাও;
  • অনুমতি নাও;
  • সেটআপ করার সময় পরিচ্ছন্নতা বজায় রাখ;
  • নমুনা অনুসারে মার্ক করা অংশ সনাক্ত কর;
  • সনাক্ত করার পর এর পরিচর্যা কর;
  • কাজ শেষে নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার কর;
  • সকল মালামাল চেক লিস্ট মিলিয়ে নির্ধারিত স্থানে সংরক্ষণ কর;
  • বর্জ্য যথাস্থানে ফেলে দাও

কাজের সতর্কতা:

নমুনা অনুযায়ী সাবধানতা অবলম্বন কর।

অর্জিত দক্ষতা/ফলাফল:

নমুনা চিহ্নিত করে এর ব্যবহার বা কাজ উল্লেখ করতে সক্ষম হয়েছ।

ফলাফল বিশ্লেষণ/মন্তব্য:

বাস্তব জীবনে তুমি এর যথাযথ প্রয়োগ করতে পারবে।

 

জব ২|

কলোস্টোমি ব্যাগ সনাক্ত ও এর পরিচর্যা করার দক্ষতা অর্জন করণ।

 

কোলস্টোমি ব্যাগ

 

পারদর্শিতার মানদন্ডঃ

  • কর্মক্ষেত্রের নিয়ম অনুসারে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম নিশ্চিত করে কাজ শুরু করা।
  • কর্মক্ষেত্র প্রস্তুত করা ।
  • কাজের জন্য প্রয়োজনীয় টুলস্, ইকুইপমেন্টও ম্যাটেরিয়াল সংগ্রহ এবং নির্বাচন করা।
  • কলোস্টোমি ব্যাগ চিহ্নিত করা।
  • কলোস্টোমি ব্যাগের পরিচর্যা করা।
  •  কর্মক্ষেত্রের নিয়ম অনুসারে সরঞ্জাম এবং উপকরণগুলি সুশৃঙ্খলভাবে রক্ষণাবেক্ষণ করা।
  • কর্মক্ষেত্র পরিষ্কার করা।

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE):

প্রয়োজন অনুযায়ী

প্রয়োজনীয় যন্ত্রপাতি (Tools & Equipment)

ক্রমিক

নাম

স্পেসিফিকেশন

সংখ্যা

১)

ছবিযুক্ত বই পেশেন্ট কেয়ার টেকনিক

১টি

২)

বল পয়েন্ট কলম কালো কালির

১টি

৩)

নমুনা ছবি বা ক্ষত নমুনা মতাবেক

১টি

৪)

কলোস্টোমি ব্যাগ নমুনা মতাবেক

১টি

৫)

নরমাল স্যালাইন নমুনা মতাবেক

১টি

৬)

বেড প্যান কমোডের বিকল্পে

১টি

কলোস্টোমি ব্যাগ সনাক্ত ও এর পরিচর্যা করার কৌশলঃ

১. ছবিতে চিহ্নিত কলোস্টোমি ব্যাগ সনাক্ত করা

২. সনাক্তকৃত কলোস্টোমি ব্যাগ পরিষ্কার করা

৩. কলোস্টোমি ব্যাগ পুনরায় স্থাপন করা

কাজের ধারা

  • প্রয়োজনীয় পিপিই পরিধান কর;
  • ছকে উল্লেখিত তালিকা ও প্রয়োজন অনিযায়ী মালামাল এবং যন্ত্রপাতি সংগ্রহ কর;
  • নমুনা অনুযায়ী সনাক্ত করার ক্যাথেটার বুঝে নাও,
  • সেবাগ্রহিতা হলে নিজ পরিচয় দাও;
  • অনুমতি নাও;
  • সেটআপ করার সময় পরিচ্ছন্নতা বজায় রাখ;
  • নমুনা অনুসারে মার্ক করা অংশ সনাক্ত কর;
  • সনাক্ত করার পর এর কলোস্টোমি ব্যাগ পরিষ্কার কর;
  • কাজ শেষে নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার কর;
  • সকল মালামাল চেক লিস্ট মিলিয়ে নির্ধারিত স্থানে সংরক্ষণ কর;
  • বর্জ্য যথাস্থানে ফেলে দাও।
  • প্রয়োগ করতে পারবে।

কাজের সতর্কতা:

নমুনা অনুযায়ী সাবধানতা অবলম্বন কর।

অর্জিত দক্ষতা/ফলাফল:

নমুনা চিহ্নিত করে এর ব্যবহার বা কাজ উল্লেখ করতে সক্ষম হয়েছ।

ফলাফল বিশ্লেষণ/মন্তব্য:

বাস্তব জীবনে তুমি এর যথাযথ প্রয়োগ করতে পারবে।

 

জব ৩|

এন জি টিউব সনাক্ত ও এর পরিচর্যা করার দক্ষতা অর্জন করণ।

 

এন জি নল বা নাকের নল

 

পারদর্শিতার মানদন্ডঃ

  • কর্মক্ষেত্রের নিয়ম অনুসারে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম নিশ্চিত করে কাজ শুরু করা।
  • কর্মক্ষেত্র প্রস্তুত করা
  • কাজের জন্য প্রয়োজনীয় টুলস্, ইকুইপমেন্টও ম্যাটেরিয়াল সংগ্রহ এবং নির্বাচন করা।
  • এনজি টিউব চিহ্নিত করা।
  • এনজি টিউব পরিচর্যা করা।
  • কর্মক্ষেত্রের নিয়ম অনুসারে সরঞ্জাম এবং উপকরণগুলি সুশৃঙ্খলভাবে রক্ষণাবেক্ষণ করা।
  • কর্মক্ষেত্র পরিষ্কার করা।

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE):

প্রয়োজন অনুযায়ী

প্রয়োজনীয় যন্ত্রপাতি (Tools & Equipment)

ক্রমিক

নাম

স্পেসিফিকেশন

সংখ্যা

১)

ছবিযুক্ত বই পেশেন্ট কেয়ার টেকনিক

১টি

২)

বল পয়েন্ট কলম কালো কালির

১টি

৩)

নমুনা ছবি বা ক্ষত নমুনা মতাবেক

১টি

৪)

এন জি টিউব নমুনা মতাবেক

১টি

৫)

নরমাল স্যালাইন নমুনা মতাবেক

১টি

৬)

১০এমএল সিরিঞ্জ ডিসপোসিবল

১টি

 

এন জি টিউব সনাক্ত ও এর পরিচর্যা করার কৌশলঃ

১. ছবিতে চিহ্নিত এন জি টিউব সনাক্ত করা

২. সনাক্তকৃত এন জি টিউবের পরিচর্যা করা

৩. এন জি টিউ পরিষ্কার করা

কাজের ধারা

  • প্রয়োজনীয় পিপিই পরিধান কর;
  • হুকে উল্লেখিত তালিকা ও প্রয়োজন অনিযায়ী মালামাল এবং যন্ত্রপাতি সংগ্রহ কর;
  • নমুনা অনুযায়ী সনাক্ত করার ক্যাথেটার বুঝে নাও;
  • সেবাগ্রহিতা হলে নিজ পরিচয় দাও;
  • সেটআপ করার সময় পরিচ্ছন্নতা বজায় রাষ্ট্র
  • নমুনা অনুসারে মার্ক করা অংশ সনাক্ত কর;
  • সনাক্ত করার পর এর কলোস্টোমি ব্যাগ পরিষ্কার কর;
  • কাজ শেষে নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার কর;
  • সকল মালামাল চেক লিস্ট মিলিয়ে নির্ধারিত স্থানে সংরক্ষণ কর;
  •  বর্জ্য ঘাস্থানে ফেলে দাও।

কাজের সতর্কতা

নমুনা অনুযায়ী সাবধানতা অবলম্বন কর।

অর্জিত দক্ষতা/ফলাফল:

নমুনা চিহ্নিত করে এর ব্যবহার বা কাজ উল্লেখ করতে সক্ষম হয়েছ।

ফলাফল বিশ্লেষণ/মন্তব্য:

বাস্তব জীবনে তুমি এর যথাযথ প্রয়োগ করতে পারবে।

আরও দেখুনঃ

Leave a Comment