ক্ষত এর চিকিৎসা

আমাদের আজকের আলোচনার বিষয় ক্ষত এর চিকিৎসা – যা প্রাথমিক চিকিৎসা সহায়তা এর অন্তর্ভুক্ত।

ক্ষত এর চিকিৎসা

শরীরের চামড়া বা ত্বক এমনকি টিস্যু কেটে বা ছিঁড়ে গিয়ে জায়গাটির যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তা’ই ক্ষত। কোনো কারণে আমাদের দেহে কোনো ক্ষত সৃষ্টি হলে সেখানে ক্ষতিগ্রস্ত কোষ এবং রক্তের একটি বিশেষ কণিকা, অনুচক্রিকা (Platelet সম্মিলিতভাবে একটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে একটি জালিকা তৈরী করে।

এই জালিকা রক্ত জমাট বাধতে সহায়তা করে। জমাট রক্তের মধ্য থেকে ‘সিরাম’ (Serum) নামক বিশেষ পদার্থ বেরিয়ে আসে। সিরামে জীবাণুনাশক গুণাবলি থাকার কারণে তা ক্ষত শুকাতে সাহায্য করে। অবশেষে ক্ষতের উপর একটি প্রতিরক্ষাকারী আবরণ (Scab) সৃষ্টি হয় যা ক্ষতটি সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত বিদ্যমান থাকে ।

ক্ষতের প্রকারভেদ

ক্ষত প্রধানত দুই প্রকার- বাহ্যিক ও অভ্যন্তরীণ। ক্ষতের ধরনের উপর টিস্যু ক্ষতির পরিমাণ ও সংক্রমণের সম্ভাবনা নির্ভর করে।

 

ক্ষত এর চিকিৎসা

 

প্রাথমিক চিকিৎসার লক্ষ্য

  • রক্তক্ষরণ বন্ধ করা
  • ক্ষতকে জীবাণুমুক্ত করা
  • পুনরায় আঘাত থেকে রক্ষা করা

প্রাথমিক চিকিৎসা

ক্ষতকে পরিষ্কার করা, জীবাণুমুক্ত করা এবং অবস্থার আর যাতে অবনতি না হয় এমন ব্যবস্থাপনাকেই ক্ষতের পরিচর্যা বলে। ক্ষতের পরিচর্যার ধাপ দু’টি-ড্রেসিং ও ব্যান্ডেজ।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ড্রেসিং (Dressing)

ড্রেসিং হলো ক্ষতের উপরে সরাসরি ব্যবহৃত একটি আবরণ যা ক্ষতকে ঢেকে রাখে। ড্রেসিং জীবাণুমুক্ত, ক্ষতের চেয়ে বড়, নরম, পুরু এবং আরামদায়ক হতে হবে। ড্রেসিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষতকে জীবাণুমুক্ত রাখা।

ব্যান্ডেজ

ব্যান্ডেজ হলো ড্রেসিং এর সুরক্ষা। খেয়াল রাখতে হবে এমনভাবে ব্যান্ডেজ করতে হবে যাতে রক্ত সঞ্চালন
স্বাভাবিক থাকে।

ড্রেসিং ও ব্যান্ডেজের উপরকরণ

  • তুলা (Cotton ball)
  • গজ (Gauge)
  • পানি
  • এন্টিসেপটিক সল্যুশন (Antiseptic Solution) যেমন- স্যাভলন (Savlon), ডেটল (Dettol)
  • কিডনি ট্রে (Kidney tray )
  • ফরসেপ (Forcep)
  • হ্যান্ড গ্লাভ্স (Hand Gloves )
  • রোলার ব্যান্ডেজ (Roller Bandage) সুতি, ক্রেপ
  • ত্রিকোণাকার ব্যান্ডেজ (Triangular Bandage)
  • লিউকোপ্লাস্ট বা এডহেসিভ ব্যান্ডেজ ( Adhesive Bandage)
  • গজ কাপড় (Gauze )
  • কাঁচি (Scissor)
  • সেফটি পিন (Safety pin)

 

 

ক্ষত এর চিকিৎসা

 

ড্রেসিং এর সাধারন নিয়মাবলি

ড্রেসিং ক্ষতের সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি রক্তকরণ প্রতিরোধেও সহায়তা করে। একজন প্রাথমিক
চিকিৎসক সম্ভাব্য সকল ক্ষেত্রে জীবাণুমুক্ত ড্রেসিং ব্যবহার করবেন। বিকল্প হিসেবে পরিচ্ছন্ন কাপড় যা ক্ষতের সাতে আটকে যাবে না এমন কাপড় ব্যবহার করা যেতে পারে। নিচে ড্রেসিংয়ের কিছু সাধারণ নিয়মাবলি প্রণ করা হলো-

  • সম্ভাব্য সকল ক্ষেত্রে ক্ষতের পরিচর্যার জন্য ডিসপজেবল প্লাস পরিধান করা
  • ড্রেসিংয়ের আকার যেন ক্ষতস্থানের তুলনায় বড় হয়, যাতে করে ক্ষতস্থানটি পুরোপুরি ঢাকা পড়ার পরেও কিছুটা বাড়তি থাকে।
  • সাবধানতার সাথে ড্রেসিং দিয়ে ক্ষতস্থানটি ঢেকে দিন যাতে তোমার হাত ক্ষতস্থানটি স্পর্শ না করে।
    ড্রেসিংটি সরাসরি ক্ষতস্থানের উপর স্থাপন কর এবং এক পাশ থেকে গড়িয়ে আনবে না।
  • কোন ডেসিং ক্ষতস্থান থেকে সরে গেলে তা পরিবর্তন করে নতুন ড্রেসিং ব্যবহার কর।
  • তোমার কাছে যদি শুধুমাত্র একটি জীবাণুযুক্ত ড্রেসিং থাকে তাহলে তা দিয়ে ক্ষতস্থানটি ঢেকে প্রয়োজনে তার উপর পরিচ্ছন্ন কাপড় ব্যবহার কর।
  • একটি ড্রেসিং করার পর যদি তা রক্তক্ষরণ বন্ধ করতে না পারে তাহলে তার উপর আরেকটি ড্রেসিং দাও।
  • দু’টি ড্রেসিংয়ের পরও যদি রক্তক্ষরণ বন্ধ না হয় তাহলে পুরোটাই সরিয়ে নিয়ে নতুন করে ড্রেসিং দিন। প্রয়োজনে প্রেসার পয়েন্ট চাপ দাও ।
  • ড্রেসিং সম্পন্নের পর সকল ক্লিনিক বর্জ্য নির্দিষ্ট ব্যাগে বা পাত্রে নিষ্কাশনের জন্য রাখ।

আরও দেখুন:

Leave a Comment