আজকে আমরা আলোচনা করবো পেশেন্ট কেয়ারে স্বাস্থ্য নিরাপত্তা অনুশীলনী। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর পেশেন্ট কেয়ারে স্বাস্থ্য নিরাপত্তা অংশের অন্তর্গত।

পেশেন্ট কেয়ারে স্বাস্থ্য নিরাপত্তা অনুশীলনী
কর্মক্ষেত্রে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ের জন্যই পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য হচ্ছে রোগীর সেবাদানের একটি মূল ভিত্তি। স্বাস্থ্যকর কাজের পরিবেশ, সহিংসতা এবং হয়রানি থেকে মুক্ত থাকতে কর্মক্ষেত্রে যেসব ক্ষতিকর ও ঝুঁকির উপাদান রয়েছে সেগুলো অপসারণ, হাস বা প্রতিস্থাপন করাই হল একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশের পূর্ব শর্ত। এটি নিশ্চিতকরণের মাধ্যমে রোগীর সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা শারীরিক ও মানসিক নিরাপত্তা নিয়ে তাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে।
বহির্বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে শ্রম আইন প্রণয়ন করা হয়েছে। এটি আইন ও বিধি আকারে বাংলাদেশ শ্রম আইন নামে ২০০৬ সালে প্রণয়ন করে পরবর্তীতে যথাক্রমে ২০০৮, ২০০৯, ২০১০ ও ২০১৩ সালে বাংলাদেশ সংশোধিত শ্রম আইন হিসেবে জারি করা হয়েছে। পেশাগত এইসব স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে শিক্ষার্থীরা তাদের পর্যীয় জ্ঞান, দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে রোগী ও কর্মক্ষেত্রে অর্গিত কাজগুলো সাফল্যের সাথে চালিয়ে যেতে পারবে।

অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। কর্মক্ষেত্রে নিরাপত্তা সতর্কতামূলক ব্যবস্থা বলতে কি বুঝ?
২। ওয়ার্কস্টেশন পরিষ্কার রাখার উপায় লিখ।
৩। পেশাগত স্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বলতে কি বুঝায়?
৪। স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই-এর সাধারণ প্রকারভেদ লিখ।
৫। পারসনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট বা পি পি ই (PPE) কাকে বলে ?
৬। আপদ বা হ্যাজার্ড বলতে কি বোঝ?
৭। নিরাপদ অপারেটিং পদ্ধতি কাকে বলে?
৮। জরুরি বহির্গমন কি?
৯। ট্যাগিং পদ্ধতি কি?
১০। নসোকোমিয়াল ইনফেকশন কি?
১১। সংক্রামক বর্জ্য বিনের সাংকেতিক চিহ্ন ও কালার কোড কি?

সংক্ষিপ্ত প্রশ্ন
১। কর্মক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থায় করণীয় কি?
২। সঠিক দেহ ভঙ্গি (Body Posture) বজায় রাখা বলতে কি বুঝ?
৩। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বলতে কি বুঝ? এর গুরুত্ব কি?
৪। স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব কি? লিখ।
৫। স্বাস্থ্য নিরাপত্তা নীতিমালাগুলো কি?
৬। অনুজীব ও জীবাণু আপদ কি? আর্গোনোমিক হ্যাজার্ড কাকে বলে?
৭। কর্মক্ষেত্রে আপদ নিয়ন্ত্রণের প্রধান প্রধান উপায় কি?
৮। কয়েকটি অগ্নি নির্বাপক সরঞ্জাম-এর নাম উল্লেখ কর।
৯। ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার সহজে মনে রাখার উপায় কি?
১০। নোসোকোমিয়াল ইনফেকশনের প্রকারভেদ কি কি?
১১। দুর্ঘটনায় সাড়া দেওয়া বলতে কি বুঝায়?
১২। বর্জ্যের প্রকারভেদ গুলো কিকি? ধারাল বর্জ্যের বিনের সাংকেতিক চিহ্ন, কালার কোড ও পটভূমি কি রকমের?

রচনামূলক প্রশ্ন
১। স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কিত সাধারণ বিধানসমূহ উল্লেখ কর।
২। স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালার গুরুত্ব বিশ্লেষণ করা
৩। কর্মক্ষেত্রে প্রধান প্রধান আপদ মোকাবেলায় করণীয় উল্লেখ কর।
৪। বহির্গমন পথের বিধিমালাসমূহ বর্ণনা কর।
৫। দুর্ঘটনায় সাড়া দেওয়ার পদ্ধতি ব্যাখ্যা কর।
৬। বর্জ্য ব্যবস্থাপনায় 3R সম্পর্কে বুঝিয়ে লিখ।
আরও দেখুনঃ