আজকের আলোচনার বিষয়ঃ পেশেন্ট কেয়ার টেকনিক ১ এসএসসি ও দাখিল, ভোকেশনাল, বাবাশিবো সূচি

পেশেন্ট কেয়ার টেকনিক ১ এসএসসি ও দাখিল, ভোকেশনাল, বাবাশিবো সূচি
শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানবসম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প- ২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ শিক্ষাবর্ষ হতে সকলস্তরের পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোমলমতি শিক্ষার্থীদের আরও আগ্রহী, কৌতূহলী ও মনোযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্তর থেকে শুরু করে ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরের পাঠ্যপুস্তকসমূহ চার রঙে উন্নীত করে আকর্ষণীয়, টেকসই ও বিনামূল্যে বিতরণ করার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে; যা একটি ব্যতিক্রমী প্রয়াস। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রচিত ভোকেশনাল স্তরের ট্রেড পাঠ্যপুস্তকসমূহ সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০১৭ শিক্ষাবর্ষ থেকে সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণের দায়িত্ব গ্রহণ করে। উন্নতমানের কাগজ ও চার রঙের প্রচ্ছদ ব্যবহার করে পাঠ্যপুস্তকটি প্রকাশ করা হলো।
বানানের ক্ষেত্রে সমতা বিধানের জন্য অনুসৃত হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানান রীতি। ২০১৮ সালে পাঠ্যপুস্তকটির তত্ত্ব ও তথ্যগত পরিমার্জন এবং চিত্র সংযোজন, বিয়োজন করে সংস্করণ করা হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি-২০১১ এ বর্ণিত উদ্দেশ্য বাস্তবায়নের কৌশল হিসেবে প্রাথমিকভাবে এনটিভিকিউএফ -এর আলোকে চলমান শিক্ষাক্রম পরিমার্জন করা হয়েছে। এই পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে ২০২২ শিক্ষাবর্ষে ২৯টি ট্রেডের মধ্যে ১৩টি ট্রেডের ২৬টি পাঠ্যপুস্তক প্রণীত হয়েছে। অবশিষ্ট ১৬টি ট্রেডের ৩২টি পাঠ্যপুস্তক প্রণয়ন করার উদ্যোগ গ্রহণ করে ২০২৩ শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষায় সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষাক্রম চালু হতে যাচ্ছে। এই শিক্ষাক্রমের আলোকে প্রবর্তিত পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা সনদের পাশাপাশি জাতীয় দক্ষতা সনদ অর্জনের সুবিধা প্রাপ্ত হবে। এর ফলে শ্রম বাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি প্রবেশের দ্বার উন্মোচিত হবে।

পাঠ্যপুস্তকটির আরও উন্নয়নের জন্য যে কোনো গঠনমূলক ও যুক্তিসংগত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচিত হবে । শিক্ষার্থীদের হাতে সময়মত বই পৌঁছে দেওয়ার জন্য মুদ্রণের কাজ দ্রুত করতে গিয়ে কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে। পরবর্তী সংস্করণে বইটি আরও সুন্দর, প্রাঞ্জল ও ত্রুটিমুক্ত করার চেষ্টা করা হবে। যাঁরা বইটি রচনা, সম্পাদনা, প্রকাশনার কাজে আন্তরিকভাবে মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাঁদের জানাই আন্তরিক ধন্যবাদ। পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পাঠ করবে এবং তাদের মেধা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করি ।
পেশেন্ট কেয়ার টেকনিক-১ সূচিপত্র

প্রথম পত্র (নবম শ্রেণি)
প্রথম অধ্যায়ঃ পেশেন্ট কেয়ারে স্বাস্থ্য নিরাপত্তা
- কর্মক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা
- পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা
- স্বাস্থ্য সচেতনতার গুরত্ব
- স্বাস্থ্য ও সেইফটি (OSH) নীতি এবং পদ্ধতি
- ব্যক্তিগত সুরক্ষার অনুশীলন
- কর্মক্ষেত্রে আপদ (হ্যাজার্ড) সনাক্তকরণ
- কর্মক্ষেত্রের নিরাপদ ও অনিরাপদ কার্যাভ্যাস
- নসোকোমিয়াল ইনফেকশন
- দুর্ঘটনায় সাড়া দেওয়া ও রিপোর্টিং
- বর্জ্য ব্যবস্থাপনা
- পেশেন্ট কেয়ারে স্বাস্থ্য নিরাপত্তা জব
- পেশেন্ট কেয়ারে স্বাস্থ্য নিরাপত্তা অনুশীলনী
দ্বিতীয় অধ্যায়ঃ পেশেন্ট কেয়ার টেকনিকের প্রাথমিক ধারণা
- পেশেন্ট কেয়ার টেকনিক কি?
- স্বাস্থ্য কি?
- স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় পরিভাষা
- স্বাস্থ্য সেবা দানকারী দলের সদস্য হিসেবে কাজ করা
- পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানের কর্মক্ষেত্ৰ
- গৃহে রোগীর পরিচর্যা
- রোগীর কক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা
- বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা
- হাসপাতালে প্রদত্ত সেবাসমূহ
- হাসপাতালে রোগীকে সেবাদান
- পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানের দায়িত্ব ও কর্তব্য
- পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানের কার্যপরিধি
- পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানের কার্যপরিধির বাইরের কার্যাবলি
- পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানের পেশাদারিত্ব
- পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানের আচরণবিধি বা কোড অব কনডাক্ট
- রোগীর ও নিজের অধিকার
- কেয়ারগিভারের অধিকার
- দেশ ও বহির্বিশ্বে কেয়ার গিভিং এর সম্ভাবনা
- পেশেন্ট কেয়ার টেকনিকের প্রাথমিক ধারণা অনুশীলনী

তৃতীয় অধ্যায়ঃ বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ
- জীববিজ্ঞানের শাখাসমুহ
- দেহতত্ত্ব ও শরীরতত্ত্ব সংক্রান্ত পরিভাষা
- দেহের মৌলিক গঠন
- প্রাণিটিস্যুর প্রকারভেদ
- কংকাল / অস্থি তন্ত্র (Skeletal system)
- অস্থিসন্ধির শ্রেণিবিন্যাস
- মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা
- মানবদেহে রক্ত
- পেশি টিস্যু
- মানবদেহে হৃদপিণ্ড
- হৃদপিন্ডের মাধ্যমে রক্তসংবহন
- স্নায়ু টিস্যু
- অঙ্গ ও তন্ত্র
- মানবদেহের তরল পদার্থ
- পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র
- মানব শ্বসনতন্ত্র
- শ্বসন পদ্ধতি
- বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ জব
- বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ অনুশীলনী
চতুর্থ অধ্যায়ঃ সাধারণ স্বাস্থ্য পরীক্ষা
- সাধারণ স্বাস্থ্য পরীক্ষা বা হেল্থ স্ক্রিনিং
- শারীরিক পরীক্ষা বা ফিজিক্যাল এসেসমেন্ট
- ভাইটাল সাইন
- তাপমাত্রা পরিমাপের গুরত্ব
- তাপমাত্রা পরিমাপক যন্ত্র
- তাপমাত্রা পরিমাপের উপায়
- নাড়ির গতি বা পালস রেট বা হার্টবিট
- শ্বাসপ্রশ্বাসের হার বা রেসপিরেটরি রেট
- রক্তাচাপ বা ব্লাড প্রেসার কি?
- উচ্চ ও নিম্ন রক্তচাপ
- রক্তচাপ পরিমাপের পদ্ধতি
- মানবদেহের উচ্চতা ও ওজন
- বিএমআই বা ৰডি ম্যাস ইনডেক্স
- সাধারণ স্বাস্থ্য পরীক্ষা জব
- সাধারণ স্বাস্থ্য পরীক্ষা অনুশীলনী

পঞ্চম অধ্যায়ঃ বেসিক লাইফ সাপোর্ট
- বেসিক লাইফ সাপোর্ট
- কার্ডিওপালমোনারী রিসাসিটেশন
- হেইমলিখ কৌশল
- অন্যান্য প্রাথমিক চিকিৎসা
- বেসিক লাইফ সাপোর্টের জব
- বেসিক লাইফ সাপোর্ট অনুশীলনী
দ্বিতীয় পত্র (দশম শ্রেণি)
প্ৰথম অধ্যায়ঃ খাদ্য ও পুষ্টির প্রাথমিক ধারণার প্রয়োগ
- খাদ্যের প্রকারভেদ
- সুষম খাদ্যতালিকা ও তার প্রয়োজনীয়তা
- পুষ্টি উপাদান, উৎস ও গুরত্ব
- অপুষ্টির প্রকারভেদ
- অপুষ্টির কারণ
- খাদ্য নিরাপত্তার নীতি প্রণয়ন
- খাদ্য প্রক্রিয়াকালে খাদ্য নিরাপত্তার মূলনীতি
- দৈনন্দিন খাদ্যতালিকা পরিকল্পনার নির্দেশনা
- খাদ্যগ্রহণের আদর্শ অবস্থান
- খাদ্য ও পুষ্টির প্রাথমিক ধারণার প্রয়োগ জব
- খাদ্য ও পুষ্টির প্রাথমিক ধারণার প্রয়োগ অনুশীলনী
দ্বিতীয় অধ্যায়ঃ হাউজকিপিং এর ধারণা
- হাউজকিপিং এর ধারণা
- হাউজকিপিং এর কার্যাবলি
- গৃহ পরিবেশে নিরাপত্তা রক্ষায় করণীয়
- স্বাস্থ্যসেবায় ব্যবহৃত কতিপয় আসবাবপত্র
- বেড মেকিং এর পদ্ধতি
- হাউজকিপিং এর ধারণা জব
- হাউজকিপিং এর ধারণা অনুশীলনী

তৃতীয় অধ্যায়ঃ কমিউনিকেশন এন্ড কাউন্সেলিং
- যোগাযোগ বা কমিউনিকেশন
- কার্যকর যোগাযোগ বলতে কি বুঝায়?
- যোগাযোগ ব্যবস্থার উপাদানসমূহ
- যোগাযোগের প্রকারভেদ
- মিডিয়া অফ কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যম
- যোগাযোগের বাধা
- ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপায়
- ক্লায়েন্ট বা ব্যক্তি ও পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ
- বয়স্ক ব্যক্তির সাথে কার্যকর যোগাযোগের কিছু পরামর্শ
- বিভিন্ন সংস্কৃতি থেকে আসা ব্যক্তির সাথে যোগাযোগ
- মরণাপন্ন বা মূমূর্ষু রোগী বা ব্যক্তির সাথে কথা বলা
- সেনসরি ইমপেয়ারমেন্ট বা ইন্দ্রিয় বৈকল্যতা সম্পন্ন ব্যক্তির সাথে যোগাযোগ
- কঠিন এবং স্পর্শকাতর বা সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করার উপায়
- হ্যাল্থ কেয়ার টীমের সাথে যোগাযোগ
- ক্লায়েন্টের অনুরোধে কার্যকরভাবে সাড়া দেওয়া
- কাউন্সেলিং এর প্রাথমিক ধারণা
- কাউন্সেলিং এর লক্ষ্য
- কাউন্সেলিং এর মূলনীতি
- বিভিন্ন ধরনের কাউন্সেলিং মেথড
- একজন ভালো কাউন্সিলরের গুনাবলী
- ক্লায়েন্ট কাউন্সেলিং বলতে কি বুঝায়?
- ফ্যামিলি বা পরিবার কাউন্সেলিং
- হোম ভিজিটে কাউন্সেলিং
- একটি নমুনা কাউন্সেলিং সেশন বা অধিবেশন
- কিছু কাউন্সেলিং সেশনের চর্চা
- কমিউনিকেশন এন্ড কাউন্সেলিং অনুশীলনী
চতুর্থ অধ্যায়ঃ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং
- বিশেষ চাহিদা সেবা
- মুত্রনালির ক্যাথেটার
- কোলস্টোমি ব্যাগ
- এন জি নল বা নাকের নল
- বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং জব
- বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং অনুশীলনী
আরও দেখুনঃ
2 thoughts on “পেশেন্ট কেয়ার টেকনিক ১ এসএসসি ও দাখিল, ভোকেশনাল, বাবাশিবো সূচি”