আমাদের আজকের আলোচনার বিষয় প্রাথমিক চিকিৎসা উপকরণ তালিকা – যা প্রাথমিক চিকিৎসা সহায়তা এর অন্তর্ভুক্ত।
প্রাথমিক চিকিৎসা উপকরণ তালিকা

সাধারণত তিন ধরনের প্রাথমিক চিকিৎসা ব্যাগ বা বক্স ব্যবহার করা হয়ে থাকে যথা: ব্যক্তি, পরিবার ও স্কুল বা প্রতিষ্ঠান পর্যায়ে। নিচে অত্যাবশকীয় কিছু উপাদানসমূহের অতি সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করা হলো।
ক. জীবানুমুক্ত গজ পিস :
ক্ষত থেকে রক্ত পড়া বন্ধ করে ও জীবাণু সংক্রমণ কমায়। ওটা ক্ষতস্থানকে নিরাপদে রাখে, তাতে ময়লা হতে দেয় না এবং ক্ষত থেকে নিঃসৃত তরল পদার্থ শুষে নেয়।
খ. রোগার বেন্ডেজ:
ড্রেসিংকে তার জায়গায় ভালোভাবে আটকে রাখার জন্য বা অতিরিক্ত রক্তপাত হলে, ব্যান্ডেজের ওপর চাপ দিয়ে পেঁচিয়ে রক্ত বন্ধ করতে, রোলার ব্যান্ডেজ ব্যবহৃত হয়। হাতে প্লাস্টার করা হলে তা জায়গামতো রাখতে, স্লিং বানাতে রোলার ব্যাভেজ প্রয়োজন হয়।

গ. কাঁচি :
ক্ষতের পাশে প্রয়োজনে পরনের কাপড় কাটা, গজ, ব্যান্ডেজ, মাথার চুল ইত্যাদি কাটার জন্য কাঁচি দরকার।
ঘ. নিউকোপ্লাস্ট:
ব্যাজে ক্ষতের ওপর আটকানোর জন্য দরকার।
ঙ. ড্যান্টিসেপটিক লোশন বা ক্রিম :
ক্ষত পরিষ্কার ও জীবাণুযুক্ত করতে দরকার হয়। যেমন- স্যাভলন হাইড্রোজেন পার অক্সাইড, পতিসে ইত্যাদি।
চ. ট্যুইজারস বা চিত্রটি :
শরীর থেকে কাঁটা, কোনো ক্ষুদ্র বস্তু বা স্পিনটার, পোকামাকড়ের শূল ইত্যাদি সরাতে বেশ ফলদায়ক। তা ধাতু বা প্লাস্টিকের তৈরি ও বিভিন্ন ধরনের হতে পারে।
ছ. ক্রেপ ব্যান্ডেজ :
হাড় কেটে গেলে বা কোথাও মচকে গেলে ক্রেপ ব্যান্ডেজ ব্যবহারে ব্যথা কমে, কোনাও ক্রমশ হ্রাস পায়।
জ. সেফটিপিন :
কাঁটা বা ক্ষত থেকে কোনো স্প্লিনটার সরাতে, ব্যান্ডেজ আটকাতে ও স্লিং জায়পামতো ধরে রাখার জন্য সেফটিপিন একটি প্রায়াজনীয় জিনিস। এটি হালকা, শক্ত ও নিরাপদ।
ঝ. অ্যান্টিহিস্টামিন :
যেমন হিস্টাসিন, ফেক্সোফেনাডিন ইত্যাদি। এগুলো সর্দি, হাঁচি, কাশি, চুলকানি ও পোকার কামড়ের চিকিৎসায় সহায়ক।
ঞ. কথার অসুখ :
যেমন প্যারাসিটামল, আইফেন ইত্যাদি।
ট. বার্ন ক্রিম :
পোড়া জায়গার ব্যথা কমাতে ও ঘা শুকাতে ব্যবহৃত হয়। যেমন— বার্নল বা সিলভারজিন ক্রিম। অ্যালোভেরা জেল পোড়া, চুলকানি ও চামড়ায় র্যাশ হলে বেশ কার্যকর। ক্যালেন্ডুলা ও আরটিকা ইউরেন্স বার্ন ক্রিম যুক্ত ব্যথা কমায়।

আরও দেখুন: