বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ অনুশীলনী

আজকে আমরা আলোচনা করবো বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ অনুশীলনী। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ অংশের অন্তর্গত।

 

অঙ্গ ও তন্ত্র

 

বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ অনুশীলনী

সেবাদানের জন্য মানব শরীর সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। দেহের গঠন, কার্যপ্রণালী, গুরুত্ব, অঙ্গপ্রত্যঙ্গ ও অন্নসমূহের জ্ঞান, সেবা গ্রহণকারীর চাহিদা অনুযায়ী কাজের পরিধি ও পরিকল্পণা করার পূর্ব শর্ত। এ অধ্যায়ে আমরা মানব শরীরের গঠন, অঙ্গ পরিচিতি, তন্ত্রের কাজ ও গুরুত্ব এবং এর ব্যবহার সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ করব।

বিজ্ঞান শিক্ষায় প্রকৃতিকে যে মূল দুই ধারায় বিশ্লেষণ করা হয় তা হল, জীব ও জড় পদার্থ। বিজ্ঞানের যে শাখায় জীবের সার্বিক বৈশিষ্ট নিয়ে আলোচনা করা হয় তাকে জীববিজ্ঞান বলে। বিজ্ঞানের এই প্রাচীনতম শাখায় উদ্ভিদ এবং প্রাণী, এদের গঠন, কার্যকারিতা, কার্যকৌশল পদ্ধতি বা জৈবনিক ক্রিয়া, পুষ্টি ও প্রজনন সম্পর্কে সাম্যক জ্ঞান লাভ করা যায়। ইংরেজিতে জীববিজ্ঞানকে Biology বলা হয়, যা ল্যাটিন শব্দ Bios অর্থাৎ জীবন; Logos অর্থাৎ জ্ঞান এর সমন্বয়ে তৈরি।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. জীববিজ্ঞান বলতে কি বুঝ?

২. কোষ বলতে কি বুঝায়?

৩. কোষ অঙ্গানুর নাম উল্লেখ কর।

৪. নিউক্লিয়াস কী?

 

বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১. টিস্যু কত প্রকার। উল্লেখ কর।

২. অস্থিসন্ধি বলতে কি বুঝায়? এর কাজ কী?

৩. মানুষের চলনে অস্থি ও পেশীর ভূমিকা উল্লেখ কর।

৪. রক্ত কী? এর কাজ কী?

৫. পরিপাকতন্ত্রের কাজ কী?

৬. শ্বসন কত প্রকার ও কী কী?

 

বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ অনুশীলনী

 

রচনামূলক প্রশ্ন

১. কোষের কাজ বর্ণনা কর।

২. টিস্যু কী? এর কাজ উল্লেখ কর।

৩. অস্থিতন্ত্রের কাজ উল্লেখ কর।

৪. রক্ত জমাট বাধার প্রক্রিয়া বর্ণনা কর।

৫. হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনের প্রক্রিয়া বর্ণনা কর।

৬. মানবদেহের শ্বসনপদ্ধতি ব্যখ্যা কর।

আরও দেখুনঃ

Leave a Comment