মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা

আজকে আমরা মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা আলোচনা করবো। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ অংশের অন্তর্গত।

 

মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা

 

মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা

মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্থি দেহের কাঠামো কঙ্কাল গঠন করে। আর পেশিতন্ত্র এই কাঠামোর উপর আচ্ছাদন তৈরি করে। ঐচ্ছিক পেশি টেন্ডন দ্বারা অস্থিকে আটকে রাখে। স্নায়ুবিক উত্তেজনা পেশির মধ্যে উদ্দীপনা জোগানোর ফলে সংকুচিত হয়।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বিভিন্ন পেশির ভূমিকা-

১) এক্সটেনসর (Extensor)-

এ ধরনের পেশি অঙ্গকে প্রসারিত করে বা ছড়িয়ে দেয়— ট্রাইসেপস্ (Triceps) যা সম্মুখ বাহুকে প্রসারিত করে।

২) ফ্লেক্সর (Flexor)-

এ ধরনের পেশি অঙ্গকে দুই ভাঁজ করে বাইসেপস্ (Biceps) যা কনুইকে বাঁকায় ।

৩) এবভাক্টর (Abductor)-

এ পেশি দেহের অক্ষ থেকে দেহের অঙ্গকে দুরে সরিয়ে নেয়- ডেলটয়েড পেশি (Deltoid muscle)

৪) এডাক্টর (Adductor)-

এ পেশি কোনো অলকে দেহ অক্ষের কাছে টেনে আনে- ল্যাটিসিমাস ফরসি (Latissimnus dorsi ) |

 

মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা

 

৫) ডিপ্রেসর (Depressor)-

এ গেলি কোনো অম্পকে নিচে নামায় – ডিপ্রেসর ম্যানভিলা (Depressor mandibula) নামে পেশি নিচের চোয়াল নামিয়ে মুখগহবরকে উন্মুক্ত করে।

৬) লিভেটর (Levator)-

কোনো অম্লকে নিচ থেকে উপরে তোলে ম্যাসেটার (Masseter) নিচের চোয়াল উপরে তুলে মুখ বন্ধ করে।

৭) রোটেক্টর (Rotator)-

এ পেশি জলকে প্রধান অক্ষের চারপাশে বা ডানে বাঁয়ে ঘোরায় – পিরিকর্মিস (Pyriformis) ফিমারকে উপরে তোলে বা ঘোরায়।

৮) প্রোটাক্টর (Protractor)-

এ পেশি সংশ্লিষ্ট অস্থিকে উপর দিকে টেনে অঙ্গকে সামনে প্রসারিত করে ।

৯) রিটাক্টর (Retractor)-

এ পেশি সংশ্লিষ্ট অস্থিকে নিচের দিকে টেনে অঙ্গকে পেছনের দিকে প্রসারিত হয়।

 

মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা

 

মানুষের চলনে পেশি-অস্থিতন্ত্রের ভূমিকা:

চলনের সময় মানুষ তার দেহের তার পর্যায়ক্রমে ডান ও বাঁ পায়ের উপর ভর করে। কারণ যে সময় কোনো এক পা মাটির উপর উঠে থাকে তখন মাটিতে লাগানো পা বা মেরুদণ্ডের মধ্য দিয়ে ওজন স্থানান্তরের অভিকর্ষ রেখা বাহিত হয়।

আরও দেখুনঃ