আজকের আলোচনার বিষয়ঃ মুত্রনালির ক্যাথেটার। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কেয়ার গিভিং অংশের অন্তর্গত।

মুত্রনালির ক্যাথেটার
ক্যাথেটার চিকিৎসায় ব্যবহৃত এক প্রকার সরু টিউব বা পাইপ যা চিকিৎসাকার্যে ব্যবহারযোগ্য উপাদান দ্বারা তৈরি করা হয়। রোগের চিকিৎসা বা শল্যচিকিৎসার প্রয়োজনে শরীরে ক্যাথেটার প্রবেশ করানোর প্রয়োজন পড়ে। ক্যাথেটার তৈরির উপাদান পরিবর্তনের মাধ্যমে বা ক্যাথেটার উৎপাদনের পদ্ধতি সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের ক্যাথেটার তৈরি করা সম্ভব। কার্ডিওভাসকুলার, ইউরোলজিকাল, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, নিউরোভাসকুলার, এবং অপথ্যালমিক প্রয়োজনে বিভিন্ন ধরনের ক্যাথেটার উৎপাদন করার প্রয়োজন হয়।
শরীরের গহ্বর, নালী, বা রক্তবাহিকায় ক্যাথেটার প্রবেশ করানো যেতে পারে। কাজের দিক থেকে শরীর থেকে তরল নিষ্কাশন, তরল বা গ্যাস প্রয়োগ করা, শল্যচিকিৎসার প্রয়োজনে কোনো যন্ত্র বা সরঞ্জাম প্রবেশ করানোসহ বিভিন্ন কাজে ক্যাথেটার ব্যবহৃত হয়। কাজের ধরন অনুযায়ী ক্যাথেটারের ধরনও ভিন্ন হয়। ক্যাথেটার প্রবেশ করানো ‘ক্যাথেটারাইজেশন’ (catheterization) হিসেবে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রে ক্যাথেটার হয় সরু ও নমনীয় একটি টিউব যা নরম বা সফট ক্যাথেটার হিসেবে পরিচিত। যদিও প্রয়োজন অনুসারে ক্যাথেটারের নমনীয়তা বিভিন্ন মাত্রার হতে পারে। ক্যাথেটার শরীরের ভেতরে সাময়িক বা স্থায়ীভাবে স্থাপনের প্রয়োজন হতে পারে। এ ধরনের ক্যাথেটারকে ‘অন্তঃস্থ ক্যাথেটার’ (indwelling catheter) বলা যেতে পারে।

ক্যাথেটারের প্রকারভেদ:
মুত্রনালির ক্যাথেটার সাধারণত ব্যবহার বিধির উপর ভিত্তি করে ৩ প্রকার হয়ে থাকে:
১. আভ্যন্তরিন ক্যাথেটার
২. সবিরাম ব্যবহৃত ক্যাথেটার
৩. কনডম ক্যাথেটার
এছাড়াও গঠন উপাদানের উপর ভিত্তি করে আর ৩ ভাগে বিভক্ত:
১. ধাতব
২. রাবার
৩. সিলিকন
ক্যাথেটারের প্রয়োজনীয়তা:
- নির্দিষ্ট স্যল্য চিকিৎসায়
- মুত্রনালি পথ বন্ধ
- গুরুতর রোগির সুবিধার্তে
- সুচারু প্রস্রাবের হিসাবের সাথে

ক্যাথেটারের মাপ নির্ধারনঃ
সর্বকনিষ্ঠ ৮ Fr থেকে শুরু করে সর্ববৃহৎ ৩৬ Fr পর্যন্ত হতে পারে
কেয়ার পিভারের ক্যাথেটার দায়িত্বঃ
- প্রতিদিন ক্যাথেটারের যত্ন নেয়া, পরিষ্কার রাখা
- ইউরোব্যাগ খালি করা ও পরিষ্কার করা।
- পানি স্বল্পতা রোধ করা,
- ক্যাথেটার যেন টানা ও মোচড়ানো না হয়।
- জটিলতার দিকে সজাগ দৃষ্টি রাখা
ক্যাথেটার থেকে প্রস্রাবের নমুনা সংগ্রহ পদ্ধতি

আরও দেখুনঃ
1 thought on “মুত্রনালির ক্যাথেটার”