স্বাস্থ্যসেবায় ব্যবহৃত কতিপয় আসবাবপত্র

আজকের আলোচনার বিষয়ঃ স্বাস্থ্যসেবায় ব্যবহৃত কতিপয় আসবাবপত্র। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর হাউজকিপিং এর ধারণা অংশের অন্তর্গত।

 

স্বাস্থ্যসেবায় ব্যবহৃত কতিপয় আসবাবপত্র

 

স্বাস্থ্যসেবায় ব্যবহৃত কতিপয় আসবাবপত্র

স্বাস্থ্যসেবা বলতে রোগ, অসুস্থতা, আঘাত এবং অন্যান্য শারীরিক ও মানসিক বৈকল্য প্রতিরোধ, নির্ণয়, চিকিৎসা, নিরাময় ও আরোগ্যলাভ করার মাধ্যমে মানুষের স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ বা উন্নত করাকে বোঝানো হয়।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

স্বাস্থ্য পেশাজীবী এবং স্বাস্থ্য-সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ব্যক্তিরা স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। স্বাস্থ্যসেবা খাতের মধ্যে চিকিৎসক ও চিকিৎসকের সহযোগী ছাড়াও দন্তচিকিৎসা, ঔষধ প্রস্তুতি ও ব্যবহার বিজ্ঞান, ধাত্রীবিজ্ঞান, শুশ্রুষাবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, চক্ষুমিতি, শ্রুতিবিজ্ঞান, মনোবিজ্ঞান, কর্মস্থলীয় চিকিৎসা, অঙ্গসঞ্চালন চিকিৎসা, মল্লক্রীড়া প্রশিক্ষণ এবং অন্যান্য আরও অনেক ক্ষেত্রের স্বাস্থ্য পেশাজীবীরা একত্রে স্বাস্থ্যসেবার খাতটি গঠন করেছে। স্বাস্থ্যসেবার মধ্যে প্রাথমিক সেবা, দ্বিতীয় পর্যায়ের সেবা এবং তৃতীয় পর্যায়ের সেবা ছাড়াও জনস্বাস্থ্য অন্তর্ভুক্ত।

দেশ, সম্প্রদায়, লোকালয় ও ব্যক্তিভেদে স্বাস্থ্যসেবার লভ্যতা ভিন্ন হয়ে থাকে, যা আর্থ-সামাজিক পরিস্থিতি ও স্বাস্থ্যনীতিসমূহ দ্বারা প্রভাবিত হয়ে থাকে।

 

স্বাস্থ্যসেবায় ব্যবহৃত কতিপয় আসবাবপত্র

 

স্বাস্থ্যসেবায় ব্যবহৃত আসবাবপত্র

স্বাস্থ্যসেবায় ব্যবহৃত আসবাবপত্ৰ সমূহকে মূলত মেডিকেল ফার্নিচার বলা হয়। এর পাশাপাশি সাধারণ ফার্নিচারও ব্যবহৃত হতে পারে, যেমন:

ক. এডজাস্টেল ৰেড, যেগুলো রোগীর প্রয়োজন অনুযায়ী উপর-নিচে, সামনে-পিছনে সরিয়ে এডজাস্ট করা যায়। এর সাথে থাকে বিশেষ রোগীর জন্য বিশেষ ধরনের বেড যেমন: এইর বেড, বিকল্প প্রেসার বেড, অপারেশন বেড, ডেলিভারি বেড, চাইল্ড কেয়ার বেড ইত্যাদি।

খ. ওভার বেড টেবিল, বিশেষ ধরনের টেবিল যেগুলো রোগীর বিছানার পাশ বা উপর দিয়ে রোগীর কাছ পর্যন্ত নেয়া যায়। বিছানায় বিভিন্ন স্বাভাবিক কাজকর্ম যেমন: খাওয়া, সুখ ধোয়া, লেখাপড়া করা প্রভৃতি কাজে এগুলো বেশ উপযোগী।

গ. পেশেন্ট ওয়্যারড্রোব যেখানে রোগীর ঔষধপত্র, টেস্ট রিপোর্ট ইত্যাদি রাখা হয়।

 

স্বাস্থ্যসেবায় ব্যবহৃত কতিপয় আসবাবপত্র

 

অন্যান্য জিনিষপত্র যেমন: বাথিং ব্লাংকেট, ড্র পীট, বেড প্রটেক্টর, ফোম প্যাড, ফুট বোর্ড বা ফুট রেস্ট, বিছানার রেলিং বা সাইড রেইল ইত্যাদি।

আরও দেখুনঃ

Leave a Comment