হৃদপিন্ডের মাধ্যমে রক্তসংবহন

আজকের আলোচনার বিষয়ঃ হৃদপিন্ডের মাধ্যমে রক্তসংবহন। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ অংশের অন্তর্গত।

 

হৃদপিন্ডের মাধ্যমে রক্তসংবহন

 

হৃদপিন্ডের মাধ্যমে রক্তসংবহন

হৃদপিন্ডের সংকোচন প্রসারণের ফলে রক্ত দেহের ভেতরে গতিশীল থাকে। প্রাপ্ত বয়স্ক মানুষের বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে ৭০ থেকে ৮০ বার হৃদস্পন্দন ঘটে। হৃদপিন্ডের এ সংকোচন ও প্রসারণের ফলে হৃদস্পন্দন হয়ে থাকে। হৃদপিণ্ডের এ সংকোচন ও প্রসারণকে যথাক্রমে সিস্টোল (Systole) ও ভারস্টোল (Diastole) বলে।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

হৃদপিণ্ডের মধ্যে নিম্নে বর্নিত উপায়ে রক্ত সংবহিত হয় :

১। শরীরের ঊর্ধ্বভাগ থেকে CO2 সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনাক্যাভা এবং নিম্ন ভাগ থেকে ইনফিরিয়র ভেনাক্যাভার মাধ্যমে হৃদপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে।

২। ফুসফুস থেকে O, সমৃদ্ধ রক্ত দুইটি পালমোনারী শিরার মাধ্যমে বাম অলিন্দে পৌঁছায়।

৩। ডান অলিন্দ সংকোচনের সময় নিলয় প্রসারিত থাকে। তাই অলিন্দের মধ্যে চাপ বেশি থাকে এবং নিলয়ের মধ্যে চাপ কম থাকে। এ চাপ পার্থক্যের জন্য ডান অলিন্দ- নিলয় ছিদ্র পথে অবস্থিত ট্ৰাইকাম্পি কপাটিকা খুলে যায় এবং CO, সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। এ সময় ভেনাক্যাভা দুইটির কপাটিকা বন্ধ থাকে।

৪। ডান অলিন্দ সংকোচনের সময়ই বাম অলিন্দের ও সংকোচন ঘটে এবং একই ভাবে বাম অলি-নিলয় ছিদ্রপথে অবস্থিত বাইকাস্পিডকপাটিকা খুলে O, সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। এ সময় পালমোনারী শিল্পা দুটির কপাটিকা বন্ধ থাকে।

৫। অলিন্দ খালি হেয়ে গেলে এর সংকোচন শেষ হয়ে। প্রসারণ শুরু হয় এবং সংলে সঙ্গে রক্তে পূর্ণ নিলয়ের সংকোচন ঘটে, ফলে নিলয়ের মধ্যে চাপ বাড়ে এবং বাইকাম্পিড ও ট্ৰাইকাস্পিড কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু অ্যাওটা ও পালমোনারী ধমনীতে অবস্থিত সেমিনার (অর্ধচন্দ্রাকার) কপাটিকা খুলে যায়।

৬। ডান নিলয় থেকে CO2 সমৃদ্ধ রক্ত পরিশোধনের জন্য পালমোনারী ধমনীর মাধ্যমে ফুসফুসে প্ররিত হয়।

৭। বাম নিলয় থেকে O, সমৃদ্ধ রক্ত অ্যাওটায় প্রেরিত হয়।

৮। অ্যাওটা থেকে ধমনী, শাখা-ধমনী ও কৈশিক জালিকার মাধ্যমে রক্ত সারা দেহে সংবহিত হয়। এভাবে হৃদপিণ্ডের ভেতর দিয়ে পর্যায়ক্রমে রক্তসংবহন অব্যাহত থাকে এবং প্রত্যেক স্পন্দনের সময় চক্রাকারে। এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

 

হৃদপিন্ডের মাধ্যমে রক্তসংবহন

 

হৃদপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়াটি ছকের মাধ্যমে দেখানো হলো:

হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল (Cardiac cycle):

হৃদপিণ্ডের প্রতি স্পন্দনে হৃদপিণ্ডের পরিবর্তনগুলোর যে চক্রাকার পুনরাবৃত্তি ঘটে তাকে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র বলে। স্বাভাবিকভাবে হৃদস্পন্দনের হার যেহেতু মিনিটে ৭০-৮০ (গড়ে ৭৫) বার সেহেতু হৃদচক্রের স্থিতিকাল ০.৮ সেকেণ্ড। প্রতি স্পন্দনে হৃদপিণ্ড একবার সংকুচিত ও একবার প্রসারিত হয়। হৃদপিণ্ডের সংকোচনকে সিস্টোল এবং প্রসারণকে ডায়াস্টোল বলে। হৃদচক্র চলাকালীন হৃদপিণ্ডে রক্ত সংবহন ঘটনা প্রবাহ সমুহঃ

১। অলিন্দের ডায়াস্টোল (Atrial diastole )

ক) অলিন্দ দুইটি প্রসারিত বা শিথিল অবস্থায় থাকে ।

খ) ট্রাইকাস্পিড এবং বাইকাস্পিড কপাটিকা বন্ধ থাকে।

গ) অলিন্দ মধ্যবর্তী চাপ হ্রাস পায়, ফলে বাম নিলয় দেহে বিভিন্ন অংশ থেকে CO2 সমৃদ্ধ রক্ত সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনাক্যাভা দিয়ে ডান অলিন্দে এবং পালমোনারী শিরা দিয়ে ফুসফুস থেকে O2 সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। এ সময় হৃদপিণ্ডের পেশি থেকেও CO2 সমৃদ্ধ রক্ত করোনারি সাইনাসের মাধ্যমে ডান অলিন্দে আসে। এ অবস্থার সময়কাল ০.৭ সেকেণ্ড। অলিন্দ দুইটি রক্তপূর্ণ হলে অলিন্দের সিস্টোল হয়।

 

হৃদপিন্ডের মাধ্যমে রক্তসংবহন

 

২) অলিন্দের সিস্টোল (Atrial systole )

ক) এ সময় অলিন্দ দুটি সংকুচিত হয়।

খ) ট্রাইকাসপিড ও বাইকাস্পিড কপাটিকা উন্মুক্ত থাকে এবং সেমিলুনার কপাটিকা বন্ধ থাকে।

গ) অলিন্দ মধ্যবর্তী চাপ বৃদ্ধি পায়, ফলে ডান অলিন্দ থেকে CO2, সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে O2, সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসে। এ অবস্থার সময়কাল ০.১ সেকেণ্ড।

৩) নিলয়ের সিস্টোল (Ventricular systole )

ক) নিলয় দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়।

খ) ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা বন্ধ এবং সেমিলুনার কপাটিকা খোলা থাকে ।

গ) নিলয় মধ্যবর্তী চাপ বৃদ্ধি পায় এবং নিলয় থেকে রক্ত নিলয়ের বাইরে নির্গত হয়। ডান নিলয় থেকে CO2 সমৃদ্ধ রক্ত পাল্যোনারী ধমনীতে এবং বাম নিলয় থেকে Os সমৃদ্ধ রক্ত অ্যাওর্টায় প্রবেশ করে। এ অবস্থার সময়কাল ০.৩ সেকেণ্ড।

 

হৃদপিন্ডের মাধ্যমে রক্তসংবহন

 

৪) নিলয়ের ডায়াস্টোল (Ventricular diastole )

ক) এ সময় নিলয় দুটি শিথিল অবস্থায় থাকে।

খ) বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা উন্মুক্ত হয় এবং সেমিনার কপাটিকা বন্ধ থাকে।

গ) নিলয় মধ্যবর্তী চাপ হ্রাস পায় ফলে অলিন্দ দুটি থেকে রক্ত নিয়ে প্রবেশ করে। ডান অলিন্দ থেকে CO2 সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে এবং বাম নিলয়ে O২ রক্ত বাম নিলয়ে আসে। এ অবস্থার সময়কাল ০.৫ সেকেন্ড।

আরও দেখুনঃ

Leave a Comment