হোম ভিজিটে কাউন্সেলিং

আজকের আলোচনার বিষয়ঃ হোম ভিজিটে কাউন্সেলিং। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর কমিউনিকেশন এন্ড কাউন্সেলিং অংশের অন্তর্গত।

 

হোম ভিজিটে কাউন্সেলিং

 

হোম ভিজিটে কাউন্সেলিং

কাউন্সেলিং স্বাস্থ্য সেবা দানের উপযোগী যে কোনো পরিবেশেই করা যায়। তবে হোম ভিজিটে এর গুরুত্ব অপরিসীম। কেয়ারগিভারের জন্য এই ধরনের সেটিংসেই মূলত বিভিন্ন ধরনের কাউন্সেলিং এর সুযোগ তৈরি হয়। হোম কেয়ারে নিয়োজিত কেয়ারগিভাররা সাধারণত একজন বয়স্ক ব্যক্তিকে সেবা দান করার উদ্দেশ্যে নির্দিষ্ট একটি বাসায় নির্দিষ্টভাবে নিয়মিত যাতায়ত করেন।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

কান্সেলিং এপ্রোচ এক্ষেত্রে পুরো হোম কেয়ার সার্ভিসটাকেই সাফল্যমণ্ডিত করতে পারে কেননা এক্ষেত্রে এর ফলে নিম্নোক্ত সুযোগ বা উপকারিতাগুলো তৈরি হয়ঃ

  • বয়স্ক ব্যক্তি ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একটি সুসম্পর্ক তৈরি হয়, যা কিনা একটি নিরাপদ ও সহযোগীতাপূর্ণ হোম কেয়ার সার্ভিসের জন্য খুবই প্রয়োজন।
  • সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগাতে ব্যক্তি ও পরিবারকে উৎসাহ প্রদান করা যায়।
  • ছোটখাট অনেক ধরনের সমস্যাকে আগে ভাগেই নির্নয় ও সমাধান করা যায় বলে বড় কোনো সমস্যা পরিহার করা সম্ভব হয়।
  • পরিবারের অসুস্থ ব্যক্তিটির শারীরিক অবস্থার পরিবর্তন বা অগ্রগতি-অবনতি খুব সহজেই নিয়মিতভাবে মনিটর করা সম্ভব হয়।
  • অসুস্থ ব্যক্তিটিকে কিভাবে সহায়তা প্রদান করা যায় সে বিষয়ে পরিবারের সদস্যদের সাথে খোলা মেলা আলোচনা করা যায়।
  • বিভিন্ন ধরনের পারিবারিক আচার অনুষ্ঠানাদিতে বা কর্মকাণ্ডে কিভাবে বয়স্ক বা অসুস্থ ব্যক্তিটিকে সংশ্লিষ্ট করা যায় সে বিষয়েও আলোচনা করা যায়।

হোম ভিজিটে নিয়োজিত কেয়ারগিভার হয়ে উঠতে পারে ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক, আম্মাতিক এবং সমগ্র পারিবারিক তথ্যের আধার। যেখান থেকে স্বাস্থ্য সেবা টীমের অন্যান্য সদস্যারা অনেক কিছুই জানতে পারেন। এছাড়াও আমরা খুব প্রত্যক্ষভাবে বুঝতে পারি পারিবারিক পরিবেশ কিভাবে একজন বয়স্ক ব্যক্তির আচরণে প্রভাব ফেলতে পারে। পরিবারের কি ধরনের সুযোগ বা সামর্থ্য আছে? পরিবারে কারা কারা বসবাস করছেন? তারা কি ব্যক্তির সেবায় কোনোরূপ সহায়তা করছেন নাকি উল্টো সমস্যার কারণ হয়ে উঠছেন প্রভৃতি।

 

হোম ভিজিটে কাউন্সেলিং

 

একজন বয়স্ক ব্যক্তি যখন নিজের বাড়িতে বসবাস করে স্বাস্থ্য সেবা গ্রহণ করে থাকেন তখন তিনি সাধারণত অনেক বেশি ভালো ও নিরাপদ বোধ করেন। কেয়ারগিভার দেখতে পারবে যে ব্যক্তি তার নিজের বাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে খোলামনে কথা বলতে হাসপাতাল বা নার্সিং হোমে থাকাকালীন সময়ের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন।

হাসপাতাল বা নার্সিং হোমে তারা পরিবেশগত নানাবিধ কারণে ভীত সন্ত্রস্ত থাকতে পারেন অথবা তাদের গোপন কথা অন্যের কানে চলে যাওয়ার আশংকা বোধ করতে পারেন। মানুষটি তার নিজের বাড়িতে কথা বলতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন কেননা তিনি নিরাপদ বোধ করছেন। একজন বয়স্ক ব্যক্তি অসুস্থ অবস্থায় অনেক বেশি ভয় পেয়ে থাকতে পারেন। তাই, সেবা প্রদান ও কাইন্সেলিং করার পূর্বে একজন কেয়ারগিভারের উচিৎ হবে অবশ্যই তার আস্থা অর্জন করা এবং তাকে সর্বাত্মনভাবে নিরাপদ বোধ করতে সহায়তা করা।

 

হোম ভিজিটে কাউন্সেলিং

 

কিছু কিছু পদ্ধতি বা কাজের পূর্নাজ্ঞ প্রদর্শন হোম সেটিংসেই ভালোভাবে দেখানো সম্ভব। যেমন পুষ্টি সংক্রান্ত বিষয়। আপনি হাসপাতালে বা নার্সিং হোমে হয়তোবা ব্যালেন্সড ডায়েট হিসেবে রোগীকে কাপে করে নিয়মিত গরুর দুধ পান করার জন্য বলতে পারেন, কিন্তু সব পরিবেশে সেটি অর্জন বা সম্পাদন করা সম্ভবপর নাও হতে পারে। কিন্তু, নিজের বাসায় এধরনের প্রাত্যহিক কিংবা বিশেষ প্রয়োজন সহজেই সম্পাদন করা যায়।

 

আরও দেখুনঃ

Leave a Comment