স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় পরিভাষা

আজকে আমরা স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় পরিভাষা সম্পর্কে আলোচনা করবো। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর পেশেন্ট কেয়ার টেকনিকের প্রাথমিক ধারণা অংশের অন্তর্গত।

 

স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব

 

স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় পরিভাষা

স্বাস্থ্য সেবায় কাজ করতে গেলে একজন পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানকে স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রয়োজনীয় কিছু পরিভাষা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। এছাড়াও স্বাস্থ্য সেবায় ব্যবহৃত বিভিন্ন শব্দের সংক্ষেপিত রূপ বহুলভাবে ব্যবহৃত হয়। স্বাস্থ্য সম্পর্কিত শব্দসমূহ সুনির্দিষ্ট অর্থ বহন করে। কোনো শব্দ যদি ভুলভাবে ব্যবহার কিংবা ব্যখ্যা করা হয়, এর পরিণতি ভুল বোঝাবুঝি থেকে শুরু করে রোগীর মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এইজন্য এই সকল শব্দ ও পরিভাষা খুবই সতর্কতার সাথে প্রয়োগ ও ব্যাখ্যা করা পেশেন্ট কেয়ার টেকনিশিয়ান হিসেবে কাজ করার পূর্বশর্ত। চিকিৎসাশাস্ত্রে যেকোনো শব্দ মূলত দুই, তিন বা তার বেশি অংশে গঠিত। যেমন:

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

প্রিফিক্স

রুট

সাফিক্স

একটি শব্দাংশ যেটি শব্দমূলের পুর্বে বসে তার অর্থ পরিবর্তন করে থাকে। রুট হলো একটি শব্দাংশ যেটি শব্দটির রুট মূল অর্থ ধারন করে থাকে। প্রিফিক্স ও সাফিক্সের মাঝের অংশটুকুই হলো মূলত রুট বা শব্দমূল।  সাফিক্স শব্দমূলের পরে বসে এর অর্থ পরিবর্তন করে থাকে। সাফিক্স ও প্রিফিক্স সাধারণত একাকী ব্যবহৃত হয়না।

 

যেমন:

প্রিফিক্স Dys (Difficult ) এবং শব্দমূল pnea (breathing) এর সমন্বয়ে আমরা পাই Dyspnea (ডিসনিয়া) যার অর্থ difficulty breathing বা শ্বাসপ্রশাসে জটিলতা। আবার, মাস্ট বা mast (স্তন) শব্দমূল সাফিক্স ectomy (কেটে) এর সাথে সংযুক্ত হয়ে তৈরি হয় mastectomy, যার অর্থ হলো স্তন অপসারণ করা। এভাবে সচরাচর ব্যবহৃত হয় এরকম কিছু স্বাস্থ্য বা চিকিৎসা সম্পর্কিত কিছু পরভাষার অর্থ বুঝা ও প্রয়োগ করা একজন পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানের জন্য অপরিহার্য।

 

স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় পরিভাষা

 

মেডিকেল এরিয়া

শব্দমূল উদাহরণ

Agents of Infection- Fungi ‘myc’ meaning fungus’ as in ‘mycosis’
Body Fluids- Saliva ‘sial’ meaning ‘saliva’ as in ‘sialogram’
Body structure or anatomy- regions of the body ‘pneumon’ meaning lung’ as in ‘pneumonia’
Chemical compounds- sugar ‘gluc’ meaning ‘sugar’ as in ‘glucose’
Colours  ‘leuk’ meaning ‘white’ as in ‘leukomia’
Physical factors- temperature ‘therm’ meaning ‘heat’ as in ‘thermometer’

 

Prefix Meaning Prefix Meaning Suffix Meaning
a-or-an without hypo- deficiency algia Pain
ab- away from inter- between cele Swelling
ad- towards intra inside dema Swelling
anti against pan- all Ectomy Surgical removal
asthen weakness or lack poly Many ism Condition
bi two post After or behind itis Inflammation
endo within pre before osis Disease or condition
edem- Swelling sub Below pathy Disease
epi upper Super/supra Above Sclerosis Hardening
hyper Excessive trans Across

 

স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় পরিভাষা

 

এ সংশ্লিষ্ট কিছু উদাহরণ নিম্নের ছকে উল্লেখ করা হলো:

মূল শব্দ

বাংলা উচ্চারণ

প্রায়োগিক অর্থ

Tachycardia ট্যাকিকার্ডিয়া স্বাভাবিকের চেয়ে বেশি হৃদস্পন্দন
Bradycardia ব্র্যাডিকার্ডিয়া স্বাভাবিকের চেয়ে কম হৃদস্পন্দন
Hypertension হাইপারটেনশন স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপ
Hypotension হাইপোটেনশন স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপ
Polyuria পলিইউরিয়া স্বাভাবিকের চেয়ে প্রশাবের পরিমাণ বেশি হওয়া
Oliguria অলিগুরিয়া স্বাভাবিকের চেয়ে প্রশাবের পরিমাণ কম হওয়া
Hyperthermia হাইপারথার্মিয়া শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া
Hypothermia হাইপোথার্মিয়া শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া
Asthma এজমা হাঁপানি বা শ্বাসকষ্ট
Acute একিউট রোগের তাৎক্ষণিক তীব্র অবস্থা
Chronic ক্রনিক রোগের দীর্ঘস্থায়ী অবস্থা
Lungs লাংগস ফুসফুস
Heart হার্ট হৃৎপিণ্ড
Kidney কিডনি বৃক্ক
Brain ব্ৰেইন মস্তিষ্ক
Liver লিভার যকৃত
Stomach স্টোমাক পাকস্থলি

 

স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় পরিভাষা

 

শরীরের অবস্থান বর্ণনা করার জন্য বিশেষ কতগুলো পরিভাষা ব্যবহার করা হয়। যেমন:

  • External- বহিঃস্থ, বর্হিভাগ, বাহির
  • Internal – অন্তঃস্থ, অভ্যন্তর, ভিতর
  •  Anterior – সম্মুখাংশ, সম্মুখ, সামনে
  • Posterior – পশ্চাদাংশ, পশ্চাৎ, পেছনে
  • Lateral- পার্শ্ব, পার্শ্বদিকে
  • Distal- দূরবর্তী অংশ, কেন্দ্রস্থল থেকে
  • Medial – মধ্যবর্তী অংশ, মধ্যরেখার কাছাকাছি
  • Proximal- নিকটবর্তী অংশ, কেন্দ্রস্থল অভিমুখে
  • Superficial – উপরে বা উপরিভাগে, ভাসমান অংশ
  • Deep- ভিতরে বা গভীরে
  • Peripheral – প্রান্তীয়, দূরবর্তী

 

Abbreviation বা সংক্ষেপিত শব্দ:

Abbreviation বা সংক্ষেপিত শব্দ হলো চিকিৎসা সম্পর্কিত পরিভাষার সংক্ষিপ্ত রূপ যেটা কোনো কিছু লিপিবদ্ধ করার ক্ষেত্রে সময় ও স্থান সেইভ করে। এক্ষেত্রে গ্রহণযোগ্য শব্দ সংক্ষেপ ব্যবহার করতে হয়। সঠিক শব্দ জানা না থাকলে অনুমানের উপর ভর করে না লিখে তার পূর্ণ রূপ লেখতে হয় যাতে করে সঠিক যোগাযোগ নিশ্চিত হয়। সাধারণত ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীকে ওষধ খাওয়াতে গেলে প্রেসক্রিপশনে থাকা নির্দেশনা সঠিকভাবে প্রয়োগ করার জন্য শব্দ-সংক্ষেপ জানা অতীব জরুরি। বহুল ব্যবহৃত কিছু মেডিক্যাল এব্রেভিয়েশন হলো:

সংক্ষেপিত রূপ পূর্ণ রূপ সংক্ষেপিত রূপ পূর্ণ রূপ
BID Twice a day NaCl Sodium Chloride
TDS three times a day DM Diabetes Mellitus
before meals DOB Date of Birth
Amp Ampule ENT Ear, Nose, Throat
Ant. Anterior HTN hypertension
BMI Body Mass Index Hx history
BP Blood Pressure Inj. Injection
RBS Random Blood Sugar’ IM Intramascular
FBS Fasting Blood Sugar IV Intravenous
C.C. Chief Complaint SC Sub cutenous
C/O Complaints of Mm of Hg Milimeters of Mercury
C&S Culture and Sensitivity mMol Mili mole
CBC Complete Blood Count Rx Prescription
Cap. Capsule Syr Syrup
Tab. Tablet Tsp Teaspoon
CC Cubic Centimeter RBC Red Blood Cell
Cm Centimeter WBC White Blood Cell
CNS Central Nervous System Mcg microgram
XR X-ray NS Normal Saline
CXR chest x-ray ICU Intensive Care Unit

 

আরও দেখুনঃ

Leave a Comment