আজকে আমরা কেয়ারগিভারের অধিকার সম্পর্কে আলোচনা করবো। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর পেশেন্ট কেয়ার টেকনিকের প্রাথমিক ধারণা অংশের অন্তর্গত।

কেয়ারগিভারের অধিকার
কেয়ারগিভিং বা সেবা প্রদান আমাদের প্রাত্যহিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। দৈনন্দিন জীবনের আর দশটি স্বাভাবিক কাজের মতই আমরা বিভিন্ন সময়ে আমাদের পরিবারের সদস্যদেরকে নানারকম কাজে সহায়তা প্রদান করে থাকি। যেমন, বাবার পরিধেয় কাপড়গুলো পরিষ্কার করে দেওয়া, মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধ খাওয়ার সমর পরিবারের অসুস্থ কাউকে পানির গ্লাসটি এগিয়ে দেওয়া, কখনো বাবা-মা কিংবা বয়স্ক দাদা-দাদী, নানা-নানীর সাথে খোশগল্পে মেতে উঠা।

কেয়ারগিভার হল এমন ব্যক্তি যারা হাসপাতালে/বাড়িতে রোগী বা বয়স্কদের সেবা করে। যত্নশীলদের দায়িত্ব অনেক এবং বৈচিত্র্যময়। এটি রোগীর বয়স, রোগীর রোগ বা একজন বয়স্ক ব্যক্তির যত্নের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়। যেহেতু তারা যত্নের প্রয়োজনে রোগীদের সাথে থাকে, যত্নশীলদের অনেকগুলি কাজ থাকে যা তাদের অবশ্যই যত্ন এবং ধৈর্যের সাথে সম্পাদন করতে হবে।

একজন পেশাজীবী হিসেবে পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানেরও আছে কিছু মৌলিক অধিকার। যেমন:

- নিজের যত্ন নেয়ার অধিকার; সঠিক খাবার, শারীরিক ব্যায়াম ও যথেষ্ঠ পরিমাণ বিশ্রাম নেয়ার।
- আন্তর্জাতিক শ্রম আইনানুযায়ী কর্মঘণ্টা অনুযায়ী কাজ করার অধিকার এবং এর বাইরের কোনো অতিরিক্ত সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে হলে প্রত্যাখ্যান করার অধিকার।
- কর্মক্ষেত্রে নিরাপত্তা পাবার অধিকার; যেকোনো প্রকার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার না হওয়ার কিংবা মুক্তি পাওয়ার অধিকার।
- কেয়ার এজেন্সি, কো-ওয়ার্কার, পেশেন্ট পার্টি বা রোগীর স্বজন কর্তৃক অন্যায়ভাবে কোনো নির্যাতনের শিকার হলে আইনের আশ্রয় নেয়ার অধিকার।
- নিজের পছন্দমত জীবনের সেই দিকগুলো পরিচালনা করার অধিকার যেগুলোর সাথে রোগীর সেবা বা কেয়ারগিভিং কার্যক্রমের কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই।
- নিজের অনুভূতির যথাযথ বহিঃপ্রকাশের অধিকার।
- ব্যক্তিগত স্বাধীনতা, স্বতন্ত্রতা ও গোপনীয়তা বজায় রাখার অধিকার।
- পেশাজীবি সংঘটন করা বা সংঘটনের কর্মকাণ্ডে যুক্ত হবার অধিকার।
- ব্যক্তিগত ও পেশাগত উন্নতি সাধনের সুযোগ পাবার অধিকার।
আরও দেখুনঃ
1 thought on “কেয়ারগিভারের অধিকার”