পেশেন্ট কেয়ার টেকনিকের প্রাথমিক ধারণা অনুশীলনী

আজকে আমরা পেশেন্ট কেয়ার টেকনিকের প্রাথমিক ধারণা অনুশীলনী আলোচনা করবো। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর পেশেন্ট কেয়ার টেকনিকের প্রাথমিক ধারণা অংশের অন্তর্গত।

 

পেশেন্ট কেয়ার টেকনিকের প্রাথমিক ধারণা অনুশীলনী

 

পেশেন্ট কেয়ার টেকনিকের প্রাথমিক ধারণা অনুশীলনী

কেয়ারগিভিং বা সেবা প্রদান আমাদের প্রাত্যহিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। দৈনন্দিন জীবনের আর দশটি স্বাভাবিক কাজের মতই আমরা বিভিন্ন সময়ে আমাদের পরিবারের সদস্যদেরকে নানারকম কাজে সহায়তা প্রদান করে থাকি। যেমন, বাবার পরিধেয় কাপড়গুলো পরিষ্কার করে দেওয়া, মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধ খাওয়ার সমর পরিবারের অসুস্থ কাউকে পানির গ্লাসটি এগিয়ে দেওয়া, কখনো বাবা-মা কিংবা বয়স্ক দাদা-দাদী, নানা-নানীর সাথে খোশগল্পে মেতে উঠা। এভাবেই নানাবিধ পারিবারিক কাজে আমরা প্রায়শই সম্পাদন করে থাকি এগুলো কেয়ার গিভিং বা সেবা প্রদানের অত্যন্ত মৌলিক কিছু কার্যাবলি।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

কেয়ার গিভিং বা সেবা প্রদান কখনো হতে পারে এরকম স্বাভাবিক গারিবারিক কার্যক্রমকে ঘিরে, আবার কখনো কখনো হতে পারে পরিবারের কারো শারীরিক বা মানসিক হালকা থেকে গুরুত্বর কোনো সমস্যাকে ঘিরে। পরিবারের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে আমাদের মনোযোগ ও কার্যাবলির মূল লক্ষ্য হয়ে উঠে অসুস্থ প্রিয় মানুষটির শারীরিক ও মানসিক সুস্থতা। এভাবেই আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে কেয়ার গিভিং বা সেৰা প্রদান করার জন্য প্রয়োজনীয় কিছু জ্ঞান, দক্ষতা ও আচরণ যা পরবর্তিতে সেবামূলক কর্মকান্ডে ক্যারিয়ার গড়তে আমাদেরকে অনেক সহায়তা প্রদান করে থাকে।

 

পেশেন্ট কেয়ার টেকনিকের প্রাথমিক ধারণা অনুশীলনী

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. স্বাস্থ্য বলতে কি বুঝায়?

২. প্রফিক্স, রুট ও সাফিক্স কি? উদাহরণ সহ লিখ।

৩. পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানের কয়েকটি কর্মক্ষেত্র সম্পর্কে সংক্ষেপে লিখ।

৪. গৃহে রোগীর পরিচর্যা গ্রহণের জন্য প্রয়োজনীয় ১০ টি সরঞ্জামের নাম উল্লেখ কর।

৫. পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানের দ্বায়িত্ব ও কর্তব্য সংক্ষেপে উল্লেখ কর।

৬. পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানের কার্যপরিধি সংক্ষেপে উল্লেখ কর।

৭. কেয়ারপ্ল্যান বলতে কি বুঝায়?

 

পেশেন্ট কেয়ার টেকনিকের প্রাথমিক ধারণা অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১. স্বাস্থ্যের কয়টি দিক রয়েছে? কি কি? সংক্ষেপে উল্লেখ কর।

২. হাসপাতালের বিভিন্ন বিভাগের নাম ও প্রদায়িত সেবাসমূহ সম্পর্কে সংক্ষেপে উল্লেখ কর।

৩. পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানের ৬ টি আচরণবিধি উল্লেখ কর।

রচনামুলক প্রশ্ন

১. পেশেন্ট কেয়ার টেকনিশিয়ানের পেশাদারিত্বের মূলনীতিগুলো কী কী? সংক্ষেপে উল্লেখ কর।

২. স্বাস্থ্য সেবাখাতে নিজের ও রোগীর অধিকার বলতে কি বুঝ? উদাহরণসহ লিখ।

৩. বাংলাদেশের স্বাস্থ্য সেবা সম্পর্কে সংক্ষেপে লিখ।

আরও দেখুনঃ

Leave a Comment