আজকে আমরা বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ জব সম্পর্কে আলোচনা করবো। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ অংশের অন্তর্গত।

বেসিক হিউমান বায়োলোজি ও এর প্রয়োগ জব
সেবাদানের জন্য মানব শরীর সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। দেহের গঠন, কার্যপ্রণালী, গুরুত্ব, অঙ্গপ্রত্যঙ্গ ও অন্নসমূহের জ্ঞান, সেবা গ্রহণকারীর চাহিদা অনুযায়ী কাজের পরিধি ও পরিকল্পণা করার পূর্ব শর্ত।

জব ১ | প্রাণীকোষ ও এর অঙ্গানু চিহ্নিত করার দক্ষতা।
পারদর্শীতার মানদন্ডঃ
- কর্মক্ষেত্রের নিয়ম অনুসারে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম নিশ্চিত করে কাজ শুরু করা।
- কর্মক্ষেত্র প্রস্তুত করা।
- কাজের জন্য প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্ট ও ম্যাটেরিয়াল সংগ্রহ এবং নির্বাচন করা।
- জীব কোষ ও কোষের বিভিন্ন কোষাঙ্গানু চিহ্নিত করা।
- কোষাঙ্গানু চিহ্নিত করার জন্য অনুবিক্ষন যন্ত্র নির্বাচন করা।
- কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করা।
- কর্মক্ষেত্রের নিয়ম অনুসারে সরঞ্জাম এবং উপকরণগুলো সুশৃঙ্খলভাবে রক্ষণাবেক্ষণ করা।
- কর্মক্ষেত্র পরিষ্কার করা।
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE):
প্রয়েজন অনুযায়ী

প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস ও ইকুইপমেন্ট)
|
ক্রমিক |
নাম |
স্পেসিফিকেশন |
সংখ্যা |
| ১. | ছবিযুক্ত বই | পেশেন্ট কেয়ার টেকনিক |
১টি |
| ২. | বল পয়েন্ট কলম | কালো কালির |
১টি |
| ৩. | অনুবিক্ষণ যন্ত্ৰ | নমুনা মতাবেক |
১টি |
| ৪. | মডেল | নমুনা মতাবেক |
১টি |
মালামাল (Materials)
|
ক্রমিক |
নাম |
স্পেসিফিকেশন |
সংখ্যা |
|
১ |
প্রযোজ্য নয় | প্রযোজ্য নয় | |
|
২ |
প্রযোজ্য নয় | প্রযোজ্য নয় |

কোষের গঠন ও অঙ্গানু চিহ্নিত করার কৌশলসমূহ
১. ছবিতে চিহ্নিত অঙ্গানু গুলোর সনাক্ত করা
২. সনাক্তকৃত অঙ্গানু গুলোর নাম পাশে লিখা
৩. অঙ্গানুগুলোর কাজ উল্লেখ করা
কাজের ধারা
- প্রয়োজনীয় পিপিই পরিধান কর;
- ছকে উল্লেখিত তালিকা ও প্রয়োজন অনুযায়ী মালামাল এবং যন্ত্রপাতি সংগ্রহ কর;
- নমুনা অনুযায়ী সনাক্ত করার ড্রয়িং বুঝে নাও
- অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার উপযোগি কর;
- সেটআপ করার সময় পরিচ্ছন্নতা বজায় রাখ;
- নমুনা অনুসারে মার্ক করা অংশ সনাক্ত কর;
- চিহ্নিত করার পর মার্ক করা নমুনার নাম ও এর কাজ লিখ;
- কাজ শেষে নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার কর;
- সকল মালামাল মিলিয়ে নির্ধারিত স্থানে সংরক্ষণ কর;
- বর্জ্য যথাস্থানে ফেলে দাও;

কাজের সতর্কতা
নমুনা অনুযায়ী সাবধানতা অবলম্বন কর।
অর্জিত দক্ষতা/ফলাফল:
নমুনা চিহ্নিত করে এর ব্যবহার বা কাজ উল্লেখ করতে সক্ষম হওয়া।
ফলাফল বিশ্লেষণ/মন্তব্য:
বাস্তব জীবনে তুমি এর যথাযথ প্রয়োগ করতে পারবে।
আরও দেখুনঃ