আজকে আমরা আলোচনা করবো সাধারণ স্বাস্থ্য পরীক্ষা অনুশীলনী। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর সাধারণ স্বাস্থ্য পরীক্ষা অংশের অন্তর্গত।

সাধারণ স্বাস্থ্য পরীক্ষা অনুশীলনী
আমরা প্রায়শই দেখি ডাক্তার-নার্সগণ হাসপাতাল বা ক্লিনিকে রোগীদের শরীরে বিভিন্ন সরঞ্জাম যেমন: থার্মোমিটার, রক্তচাপ মাপার মেশিন, স্টেথোস্কোপ কিংবা খালি হাতে বা খালি চোখে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন। এটি স্বাস্থ্য বিজ্ঞান বা মেডিক্যাল সাইন্সে মানবদেহের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা নামে অবহিত।

অনেক সময় নিজের বাড়িতেও আমরা অসুস্থ কারো সাধারণ এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা করে থাকি। অর্থাৎ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষার মৌলিক বিষয়গুলো জানা থাকলে এবং উল্লেখিত যন্ত্রাদি ব্যবহার সম্পর্কে সাধারণ কিছু দক্ষতা থাকলে যেকোনো মানুষই প্রয়োজনের সময় চট করে পরিমাপ করে ফেলতে পারে মানবদেহে রক্তের চাপ, নাড়ির গতি কিংবা তাপমাত্রা প্রভৃতি।
আগের অধ্যায়গুলোতে আমরা পেশেন্ট কেয়ার টেকনিক এবং মানবদেহের গঠন ও ক্রিয়াকলাপ সম্পর্কে প্রাথনিক কিছু ধারণা লাভ করেছি। এই অধ্যারে আমরা সাধারণ স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান ও যন্ত্রপাতি সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি কিভাবে খুব সহজ ও সঠিক উপায়ে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার কাজটি সম্পন্ন করা যায় সে বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারব।

অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। হেল্থ স্ক্রিনিং বলতে কি বুঝ?
২। হেল্থ স্ক্রিনিং-এর মাধ্যমে অনুমান করা যায় এমন চারটি রোগের নাম লিখ।
৩। হেল্থ স্ক্রিনিং-এ রক্ত ও প্রস্রাব নমুনা টেস্টের চারটি নাম উল্লেখ করা
৪। একজন কেয়ারগিভার হেল্থ স্ক্রিনিং-এ সাধারণত কি কি বিষয়গুলো পরিমাপ করে?
৫। রেকর্ড বইতে উচ্চতা ও ওজন কোনো এককে লেখা হয়?

সংক্ষিপ্ত প্রশ্ন
১. বিএমআই কী? একজন মানুষের বিএমআই (BMI) কিভাবে নিরূপণ করা হয়?
২. শারীরিক পরীক্ষা বা ফিজিক্যাল এসেসমেন্ট এর ক্ষেত্রে মৌলিক পদ্ধতিগুলো উল্লেখ কর।
রচনামুলক প্রশ্ন
১. হেল্থ স্ক্রিনিং-এর গুরুত্ব বর্ণনা কর।
২. ভাইটাল সাইন কী? কেয়ারগিভারের জন্য ভাইটাল সাইন পরিমাপের গুরুত্ব আলোচনা কর।
আরও দেখুনঃ